Ajker Patrika

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর গুলি, পুলিশের পাশে অস্ত্র হাতে এরা কারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৮: ৫৪
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর গুলি, পুলিশের পাশে অস্ত্র হাতে এরা কারা

ঢাকার উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় অস্ত্র হাতে বহিরাগত বেশ কয়েকজনকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করছেন, তাহমিদ হুজাইফা নামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। 

এদিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে ছাদের ওপর থেকে ছোড়া ইটের আঘাতে ভুবন লন্ড্রি হাউসের মালিক দুলাল হাওলাদার আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজ ও জমজম টাওয়ারের মোড় সামনে এ ঘটনা ঘটে। 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। 

বিকেল সোয়া ৪টার পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বর্তমানে জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ সমর্থকদের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসবের ভিডিও এবং ছবিও ছড়িয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত