নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলগাঁওয়ের একটি স্কুলের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের বাংলা শিক্ষক রোকনুজ্জামানকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা-পুলিশ। আজ বুধবার বিকেলে হাজীপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিলেন ওই শিক্ষক।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কয়েক মাস ধরে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিল। কিন্তু ভয়ে শিশুটি কাউকে বলতে পারেনি। এ মাসের ৮ তারিখে তাকে সর্বশেষ নির্যাতন করেছে বলে জানতে পেরেছি। গতকাল মঙ্গলবার শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানিয়েছে। অনেকবার নির্যাতনের শিকার হওয়ায় শিশুটি ট্রমাটাইজ হয়ে পড়েছিল। তাকে মনস্তত্ত্ববিদের কাছেও নেওয়া হয়েছিল।
রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার বিকেলে রামপুরার হাজীপাড়া থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।’
রফিকুল ইসলাম জানান, শিশুটির বাবা-মা শিশুটিকে বাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক ঠিক করেছিলেন। কিন্তু ওই শিক্ষক না এসে তিনি রোকনুজ্জামানকে শিশুটির বাসায় পাঠান। শিশুটি রোকনুজ্জামানকে দেখে ভয়ে আঁতকে ওঠে এবং চিৎকার করে বলে, ‘তিনি আমাকে মেরে ফেলবেন। তার কাছে পড়ব না।’
শিশুটির বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘পড়াতে আসার পরে বাচ্চাটা এমন ভয় পেয়েছে দেখে আমরা মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করি। এর আগে আমরা কিছুই জানতাম না। ওকে প্রচুর ভয়ভীতি দেখিয়েছে। এই ঘটনার পরে বাচ্চাটা একটু একটু বলা শুরু করেছে। আমরা তার সর্বোচ্চ বিচার চাই যেন আর কেউ কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করতে না পারে।’
রাজধানীর খিলগাঁওয়ের একটি স্কুলের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের বাংলা শিক্ষক রোকনুজ্জামানকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা-পুলিশ। আজ বুধবার বিকেলে হাজীপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিলেন ওই শিক্ষক।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কয়েক মাস ধরে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিল। কিন্তু ভয়ে শিশুটি কাউকে বলতে পারেনি। এ মাসের ৮ তারিখে তাকে সর্বশেষ নির্যাতন করেছে বলে জানতে পেরেছি। গতকাল মঙ্গলবার শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানিয়েছে। অনেকবার নির্যাতনের শিকার হওয়ায় শিশুটি ট্রমাটাইজ হয়ে পড়েছিল। তাকে মনস্তত্ত্ববিদের কাছেও নেওয়া হয়েছিল।
রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার বিকেলে রামপুরার হাজীপাড়া থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।’
রফিকুল ইসলাম জানান, শিশুটির বাবা-মা শিশুটিকে বাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক ঠিক করেছিলেন। কিন্তু ওই শিক্ষক না এসে তিনি রোকনুজ্জামানকে শিশুটির বাসায় পাঠান। শিশুটি রোকনুজ্জামানকে দেখে ভয়ে আঁতকে ওঠে এবং চিৎকার করে বলে, ‘তিনি আমাকে মেরে ফেলবেন। তার কাছে পড়ব না।’
শিশুটির বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘পড়াতে আসার পরে বাচ্চাটা এমন ভয় পেয়েছে দেখে আমরা মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করি। এর আগে আমরা কিছুই জানতাম না। ওকে প্রচুর ভয়ভীতি দেখিয়েছে। এই ঘটনার পরে বাচ্চাটা একটু একটু বলা শুরু করেছে। আমরা তার সর্বোচ্চ বিচার চাই যেন আর কেউ কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করতে না পারে।’
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
৯ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
১৫ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেবগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২৮ মিনিট আগে