Ajker Patrika

গোসাইরহাটে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯: ৪২
গোসাইরহাটে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

জাতীয় শ্রমিক লীগের ৫২ বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউসুফ ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সভাপতি শাহজাহান সিকদার প্রমুখ। 

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউসুফ ঢালী তাঁর বক্তব্যে বলেন, 'গোসাইরহাট উপজেলা শ্রমিক লীগের কমিটি গঠনের দীর্ঘ ১৮ বছর পর এই প্রথম আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। আমি ১৮ বছর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি। আজ আমি ব্যর্থতা স্বীকার করছি।' 

আলোচনা শেষে কেক কাটা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। গোসাইরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর সর্দার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার প্রমুখ।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত