সাভার (ঢাকা) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’
ঢাকার সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে মাহফুজুর রহমান (৪৩) নামের এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর গলার নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে খামারের ভেতরে কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে মাহফুজের লাশ পাওয়া যায়।
৩ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলায় আবারও চাদর বিছিয়েছে ঘন কুয়াশা। সকালে রাস্তাগুলো ঢেকে গেছে কুয়াশায়। যানবাহন চলছে আলো জ্বালিয়ে। হালকা বাতাসে বাড়ছে শীত। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে চলতে হচ্ছে কর্মজীবী মানুষদের।
৩৮ মিনিট আগেযশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মনিরামপুর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে...
১ ঘণ্টা আগে