জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছয়জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীর একাডেমিক সনদ স্থগিত এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের তিনজনকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ও তাঁকে পালানোর পথ তৈরির নির্দেশদাতা শাহ পরানের সনদ স্থগিত এবং বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত করা হয়েছে।
পাশাপাশি পালাতে সহায়তাকারী মো. মুরাদ হোসেন, সাগর সিদ্দিকী, সাব্বির হাসান সাগর ও হাসানুজ্জামানের সনদ স্থগিত, সাময়িক বহিষ্কার এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শাহ পরান সহসভাপতি, মুরাদ হোসেন সহসম্পাদক এবং সাব্বির হাসান কার্যকরী সদস্য। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের অনুসারী। সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন।
এ ছাড়া ধর্ষণের ঘটনায় অধিকতর তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক অজিত কুমার মজুমদারকে সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—লোক–প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক ও সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব–উজ–জাহিদ।
সভা শেষে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাঁদের ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অছাত্র ও পোষ্যদের আবাসিক হল থেকে বের হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। তারা বের না হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ গ্রেপ্তার চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ক্যাম্পাসে নারীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও জড়িতদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, শিক্ষক ঐক্য পরিষদ, বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রভৃতি শিক্ষক ও ছাত্র সংগঠন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছয়জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীর একাডেমিক সনদ স্থগিত এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের তিনজনকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ও তাঁকে পালানোর পথ তৈরির নির্দেশদাতা শাহ পরানের সনদ স্থগিত এবং বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত করা হয়েছে।
পাশাপাশি পালাতে সহায়তাকারী মো. মুরাদ হোসেন, সাগর সিদ্দিকী, সাব্বির হাসান সাগর ও হাসানুজ্জামানের সনদ স্থগিত, সাময়িক বহিষ্কার এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শাহ পরান সহসভাপতি, মুরাদ হোসেন সহসম্পাদক এবং সাব্বির হাসান কার্যকরী সদস্য। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের অনুসারী। সবাই মীর মশাররফ হোসেন হলে থাকেন।
এ ছাড়া ধর্ষণের ঘটনায় অধিকতর তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক অজিত কুমার মজুমদারকে সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—লোক–প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক ও সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব–উজ–জাহিদ।
সভা শেষে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাঁদের ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অছাত্র ও পোষ্যদের আবাসিক হল থেকে বের হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। তারা বের না হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ গ্রেপ্তার চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ক্যাম্পাসে নারীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও জড়িতদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, শিক্ষক ঐক্য পরিষদ, বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রভৃতি শিক্ষক ও ছাত্র সংগঠন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে