Ajker Patrika

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালকের সহকারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৩
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালকের সহকারী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ধাক্কা দিলে পিকআপচালকের সহকারী ইলিয়াস শেখ (৩৫) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক ও এক শ্রমিক। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীর রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপের সহকারী ইলিয়াস খুলনার লবণচোরার সাচিবুনিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

ওসি শরিফুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল ইটভাটা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনাগামী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই পিকআপের সহকারী নিহত হন। এ ঘটনায় আহত হন পিকআপের চালক হেমায়েত ও পিকআপে থাকা এক শ্রমিক রবিউল।

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত