নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৪: ১৯
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৫: ০১

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কেএনএফের যোগাযোগ খতিয়ে দেখছে র‍্যাব গোয়েন্দারা। আজ সোমবার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। 

নুরের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘কেএনএফের ভেরিফাইড ফেসবুক পেজে সংশ্লিষ্ট ব্যক্তিকে (নুর) নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফের  সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না আমাদের গোয়েন্দারা কাজ করছেন।’ 

র‍্যাবের মুখপাত্র বলেন, ‘পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ আমাদের গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই  করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনএফের ভেরিফাইড পেজে সেখানে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত