Ajker Patrika

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মো. সেলিম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গীর কেরানীটেক বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত সেলিম নরসিংদীর শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই এলাকার বকুলের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। 

পুলিশ জানায়, সেলিম পেশায় একজন বাবুর্চি। আজ বৃহস্পতিবার ভোরে কেরানীটেক বস্তি এলাকায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে সেলিমের স্ত্রী বৃষ্টি তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যায়।

সেলিমের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, ‘স্থানীয় যুবক রনি ও খালেকের সঙ্গে আমার স্বামীর বিরোধ ছিল। আজ ভোরে রনির মায়ের ঘরের সামনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন। পরে খবর পেয়ে আমার স্বামীকে হাসপাতালে নিয়ে আসি। সকালে তার মৃত্যু হয়েছে। আমি মামলা করব।’

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ইমরান আহমেদ বলেন, গুরুতর আহত অবস্থায় সেলিম নামের এক যুবককে আনা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত