নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আসাদগেট এলাকার রাস্তায় একটি ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে পুলিশ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে আসাদগেটে আড়ংয়ের বিপরীতে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসাদগেটে আড়ংয়ের বিপরীতে রাস্তার মাঝখানে কে বা কারা একটি অবৈধ একতলা ভবন নির্মাণ করছে—এমন খবর পেয়ে আমরা সেখানে উচ্ছেদ অভিযানে যাই। গত ১৫ দিন আমরা কারওয়ান বাজার এলাকায় অভিযান অব্যাহত রেখেছি। ফুটপাত মুক্ত করেছি। আজকেও প্রতিদিনের মতো আমরা উচ্ছেদে গিয়েছিলাম। রাস্তার মাঝে কোনো অবৈধ ভবন হতে পারে না। কিন্তু সেখানে যাওয়ার পর পুলিশ আমাদের উচ্ছেদে বাধা দিয়েছে। এরপর আমরা চলে আসি।’
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার শাহেদ আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের গাড়ির কাগজপত্র নেই। আমাদের সদস্যরা গাড়ির চালকের কাগজপত্র দেখতে চাইলে তারা পালিয়েছে। তারা একটি ইস্যু সৃষ্টি করেছে।’
সরেজমিনে দেখা যায়, আসাদগেট এলাকায় রাস্তার মাঝখানে ছোট একটি একতলা পাকা ভবন করা হচ্ছে। চারজন রাজমিস্ত্রি ও সহকারীকে কাজ করতে দেখা গেছে। এখানে আগে শেডের একটি পুলিশ বক্স ছিল, সেটি ভেঙে পাকা পুলিশ বক্স করা হচ্ছে।
সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, ট্রাফিক পুলিশ সদস্যরা সারা দিন রাস্তায় থাকেন। তাঁদের জামাকাপড়, জিনিসপত্র রাখার জন্য বক্সটি করা হচ্ছে। এখানে আগেও বক্স ছিল, কিন্তু ডিএনসিসি হঠাৎ করে আজকে নতুন করা বক্সটি ভাঙতে আসে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘পুলিশের বাধার বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোথাও পুলিশের বক্স করতে হলে অবশ্যই সিটি করপোরেশনকে জানাতে হবে। না জানিয়ে রাস্তায় কোনো স্থাপনা করা যাবে না।’
এ অভিযোগের বিষয়ে শাহেদ আল মাসুদ বলেন, কোনো কিছু উচ্ছেদ করতেই পারে সিটি করপোরেশন, কিন্তু সেটা ডিএমপি কমিশনারকে চিঠি দিয়ে জানাতে হবে। তা ছাড়া হাজার হাজার পুলিশ বক্স সারা দেশে, সেগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত তাদের? হঠাৎ করে এটিতে কেন তাদের নজর?
রাজধানীর আসাদগেট এলাকার রাস্তায় একটি ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে পুলিশ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে আসাদগেটে আড়ংয়ের বিপরীতে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসাদগেটে আড়ংয়ের বিপরীতে রাস্তার মাঝখানে কে বা কারা একটি অবৈধ একতলা ভবন নির্মাণ করছে—এমন খবর পেয়ে আমরা সেখানে উচ্ছেদ অভিযানে যাই। গত ১৫ দিন আমরা কারওয়ান বাজার এলাকায় অভিযান অব্যাহত রেখেছি। ফুটপাত মুক্ত করেছি। আজকেও প্রতিদিনের মতো আমরা উচ্ছেদে গিয়েছিলাম। রাস্তার মাঝে কোনো অবৈধ ভবন হতে পারে না। কিন্তু সেখানে যাওয়ার পর পুলিশ আমাদের উচ্ছেদে বাধা দিয়েছে। এরপর আমরা চলে আসি।’
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার শাহেদ আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের গাড়ির কাগজপত্র নেই। আমাদের সদস্যরা গাড়ির চালকের কাগজপত্র দেখতে চাইলে তারা পালিয়েছে। তারা একটি ইস্যু সৃষ্টি করেছে।’
সরেজমিনে দেখা যায়, আসাদগেট এলাকায় রাস্তার মাঝখানে ছোট একটি একতলা পাকা ভবন করা হচ্ছে। চারজন রাজমিস্ত্রি ও সহকারীকে কাজ করতে দেখা গেছে। এখানে আগে শেডের একটি পুলিশ বক্স ছিল, সেটি ভেঙে পাকা পুলিশ বক্স করা হচ্ছে।
সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, ট্রাফিক পুলিশ সদস্যরা সারা দিন রাস্তায় থাকেন। তাঁদের জামাকাপড়, জিনিসপত্র রাখার জন্য বক্সটি করা হচ্ছে। এখানে আগেও বক্স ছিল, কিন্তু ডিএনসিসি হঠাৎ করে আজকে নতুন করা বক্সটি ভাঙতে আসে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘পুলিশের বাধার বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোথাও পুলিশের বক্স করতে হলে অবশ্যই সিটি করপোরেশনকে জানাতে হবে। না জানিয়ে রাস্তায় কোনো স্থাপনা করা যাবে না।’
এ অভিযোগের বিষয়ে শাহেদ আল মাসুদ বলেন, কোনো কিছু উচ্ছেদ করতেই পারে সিটি করপোরেশন, কিন্তু সেটা ডিএমপি কমিশনারকে চিঠি দিয়ে জানাতে হবে। তা ছাড়া হাজার হাজার পুলিশ বক্স সারা দেশে, সেগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত তাদের? হঠাৎ করে এটিতে কেন তাদের নজর?
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে