মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘একমাত্র নির্বাচনে এসেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে নির্বাচন। বিএনপি নির্বাচনে আসলে আমরা স্বাগত জানাব।’
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকায় সবুজ পৃথিবী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তালগাছের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে চাই, এ দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে কি না। তারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল আছে কি না। আমরা তা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই।’
২০০৮ সালে একটি সুন্দর নির্বাচন হয়েছিল। এ দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ ১৫ বছর দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। তৃণমূলে এমন কোনো গ্রাম নাই যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী নাই। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নাই। তারা ট্রাম্প কার্ড দেখাচ্ছে আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটাবে। এই শক্তি বিএনপির নাই। যত সন্ত্রাস করুক, আগুন-সন্ত্রাস করুক, কোনো সন্ত্রাস করে আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, সবুজ পৃথিবীর সভাপতি আনোয়ার হোসেন নবীন প্রমুখ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘একমাত্র নির্বাচনে এসেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে নির্বাচন। বিএনপি নির্বাচনে আসলে আমরা স্বাগত জানাব।’
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকায় সবুজ পৃথিবী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তালগাছের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে চাই, এ দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে কি না। তারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল আছে কি না। আমরা তা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই।’
২০০৮ সালে একটি সুন্দর নির্বাচন হয়েছিল। এ দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ ১৫ বছর দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। তৃণমূলে এমন কোনো গ্রাম নাই যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী নাই। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নাই। তারা ট্রাম্প কার্ড দেখাচ্ছে আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটাবে। এই শক্তি বিএনপির নাই। যত সন্ত্রাস করুক, আগুন-সন্ত্রাস করুক, কোনো সন্ত্রাস করে আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, সবুজ পৃথিবীর সভাপতি আনোয়ার হোসেন নবীন প্রমুখ।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩১ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে