Ajker Patrika

ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৪, ২০: ১২
ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।

অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।

এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।

এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত