Ajker Patrika

জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার খুন হন চরসুবুদ্ধি এলাকার আবদুল মান্নান (৬২)। আজ শুক্রবার দুপুরে এই মামলার প্রধান আসামি শিশু মিয়াকে (৫২) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দেয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করে র‍্যাব-১১। 

জানা গেছে, নিহত আবদুল মান্নান চরসুবুদ্ধি ইউনিয়নের খইরার বাড়ির আবদুর রেকমানের ছেলে। আসামিরা হলেন-একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে শিশু মিয়া (৫২) ও বেনু মিয়া (৫৫)।  

রায়পুরা থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় র‍্যাব-১১ এর সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আগামীকাল পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হবে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার চরসুবুদ্ধি এলাকায় আবদুল মান্নান (৬২) প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। জানা গেছে, আবদুল মান্নান ও শিশু মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেনি মিয়ার হাঁস মান্নান মিয়ার বাড়ির উঠানে আসাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। পরে অতর্কিত হামলায় প্রাণ যায় আবদুল মান্নানের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত