Ajker Patrika

যমুনা নদীতে নৌভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২২, ১৭: ৫১
যমুনা নদীতে নৌভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদের আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম শাপলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ওই যুবক নিখোঁজ হন। 

নিখোঁজ ব্যক্তি হলেন ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে শরিফ। 

ইউপি চেয়ারম্যান শাহ আলম আরও জানান, ঈদের পরদিন শরিফ ও তাঁর বন্ধুরা মিলে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হন। পরে রাত ৮টার দিকে তাঁরা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরীফ নৌকায় উঠতে পারেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, উপজেলার গাবসারা ইউনিয়নে শরিফ নামের এক যুবক ও তাঁর বন্ধুরা মিলে নৌকা নিয়ে পিকনিকে যান। ফেরার পথে ভদ্রশিমুল এলাকায় তাঁরা সবাই মিলে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরিফ নিখোঁজ হন। স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত