Ajker Patrika

গুলশান-বনানীতে দুপুরের পর বাড়বে ভোটার, আশা প্রিসাইডিং অফিসারদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৪: ২৮
গুলশান-বনানীতে দুপুরের পর বাড়বে ভোটার, আশা প্রিসাইডিং অফিসারদের

চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। তবে এই আসনের অন্তর্ভুক্ত অভিজাত গুলশান-বনানীতে নেই ভোটের আমেজ। ভোটারদের মধ্যেও নেই বাড়তি আগ্রহ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসারেরা বলছেন, অভিজাত এলাকা হওয়ায় ভোটারেরা সকালে ভোট দিতে আসছেন না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা তাদের। 

আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৬১ নম্বর কেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট পড়েছে ১২ টি। অন্যদিকে ৪ নম্বর কক্ষে ভোট পড়েছে ১০ টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩০৫ জন। ভোট কক্ষগুলোতে নৌকা ও গোলাপ ফুল ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। 

ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশ, আনসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারের অপেক্ষায় বসে আছে। দু-একজন করে ভোটার এসে নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। 

চার ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাজিমুল হক হতাশকন্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশেরও কম।’ এ সময় তিনি আরও বলেন, ‘অভিজাত এলাকার মানুষ ছুটির দিনে এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে ওঠে। তবে এখন ভোটারেরা আসা শুরু করেছে। দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।’ 

কক্ষে এজেন্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকা এবং গোলাপ ফুল ছাড়া অন্যপ্রার্থীরা কাগজ সাবমিট করেনি।’ 

দুপুর ১২টায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় ভোটার প্রপতি ভৌমিক নামের একজন ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছুটির দিন, তাই সবাই আসলে দুপুর পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন। আমাদের আশপাশের প্রতিবেশীরাও জানিয়েছে তারা দুপুরের পর ভোট দিতে আসবে। আমরাও সকালে নাশতা, কাজ শেষ করে এখন ভোট দিতে এসেছি।’ 

শাহনাজ হামিদ নামে এই কেন্দ্রের আরেকজন ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে সবাই একটু রিল্যাক্স হয়ে ভোট দিতে আসবে। তবে সবাই আসবে ভোট দিতে।’ 

বিজয়ী হিসেবে তাঁর প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমাদের যোগ্য, শিক্ষিত ব্যক্তির দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত