Ajker Patrika

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২২, ১৫: ৪০
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

তামাকবিরোধী প্রচারণা বৃদ্ধি, আইন বাস্তবায়ন, প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা, তামাক কোম্পানিগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি)।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ তামাকবিরোধী জোট আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। 

অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্কুল-কলেজের আশপাশে তামাকপণ্য বিক্রির পয়েন্ট অব সেলগুলো বন্ধ ও নিয়ন্ত্রণ, প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা, তামাকের সহজলভ্যতা কমানো, ক্রয়মূল্য বৃদ্ধি, প্যাকেট ভেঙে বিক্রি বন্ধ, শক্ত নীতি আর আইন প্রয়োগ ও বাস্তবায়ন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে তামাকবিরোধী প্রচারণা চালানো। 

সর্বোপরি শুধু স্কুল-কলেজের বাচ্চাদের বিড়ি-সিগারেট থেকে দূরে রাখা নয়, পুরো তরুণ সমাজকে যেকোনো ধরনের তামাকপণ্য ও মাদকদ্রব্য থেকে বিরত রাখার জন্য কঠোর আইন প্রয়োগ ও তার বাস্তবায়ন।

ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব বলেন, ‘সরাসরি তামাক আসক্তির কারণে পৃথিবীতে ৮০ লাখ মানুষ মৃত্যুবরণ করে। তামাকজনিত রোগব্যাধি, চিকিৎসার ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক কারণে বাংলাদেশের বাৎসরিক অর্থনৈতিক ক্ষতি ৩০ হাজার ৫৭০ কোটি টাকা।’ 

গ্লোবাল অ্যাডাল্টস টোব্যাকো সার্ভের (গ্যাটস) ২০১৭ সালের তথ্যমতে, বাংলাদেশে ১৫ ও এর বেশি বয়সী ৩ কোটি ৭৮ লাখ (৩৫ দশমিক ৩ শতাংশ) মানুষ নানান উপায়ে তামাকের ব্যবহার করে থাকে।

ডব্লিউবিবির পরিচালক গাউস পিয়ারী বলেন, ‘মাদক থেকে আমাদের পরের প্রজন্মকে দূরে রাখতে তামাক নিয়ন্ত্রণ করতেই হবে। এর বিকল্প কিছু নেই। তামাকের ওপরে উচ্চ করারোপের দাবি জানাচ্ছি।’ 

সভায় সভাপতিত্ব করেন মোজাফফর হোসেন পল্টু। তিনি বলেন, ‘তামাকের কারণে স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এই দিকটিও বিবেচনায় আনতে হবে। সরকারি আমলারা কি সরকারবিরোধী কাজ করেন? সরকার যদি সিদ্ধান্ত নেয় তামাকমুক্ত জাতি গঠনের, তাহলে আমলাদের উচিত সরকারকে সাহায্য করা। পাশাপাশি তামাকবিরোধী সব জাতীয় ও স্থানীয় সংগঠনকে আরও জোরালো ভূমিকা রাখার দাবি জানাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত