নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী এবং বিশ্ব নগর-পরিকল্পনা দিবস ২০২৪।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়। আলোচনার পর বিআইপির সদস্যরা শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, যা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং বিআইপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে পরিকল্পনাবিদদের ভূমিকা নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত বাংলাদেশ গড়তে হবে, তবেই জাতীয় অঙ্গীকার পূর্ণ হবে।’
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান বলেন, ‘বিকেন্দ্রীকরণের কথা আমরা দীর্ঘদিন ধরেই বলছি, কিন্তু তা বাস্তবায়ন করতে পারছি না। অর্থ ও ক্ষমতার লোভ এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ যেখানে-সেখানে ফ্লাইওভার, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে একই সঙ্গে নির্মাণের পরিকল্পনার ঘাটতি রয়েছে বলেও তিনি মনে করেন।
বিআইপির এবারের প্রতিপাদ্য ছিল, ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি।’
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী এবং বিশ্ব নগর-পরিকল্পনা দিবস ২০২৪।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়। আলোচনার পর বিআইপির সদস্যরা শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, যা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং বিআইপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে পরিকল্পনাবিদদের ভূমিকা নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত বাংলাদেশ গড়তে হবে, তবেই জাতীয় অঙ্গীকার পূর্ণ হবে।’
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান বলেন, ‘বিকেন্দ্রীকরণের কথা আমরা দীর্ঘদিন ধরেই বলছি, কিন্তু তা বাস্তবায়ন করতে পারছি না। অর্থ ও ক্ষমতার লোভ এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ যেখানে-সেখানে ফ্লাইওভার, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে একই সঙ্গে নির্মাণের পরিকল্পনার ঘাটতি রয়েছে বলেও তিনি মনে করেন।
বিআইপির এবারের প্রতিপাদ্য ছিল, ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি।’
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২ ঘণ্টা আগে