অনলাইন ডেস্ক
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী এবং বিশ্ব নগর-পরিকল্পনা দিবস ২০২৪।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়। আলোচনার পর বিআইপির সদস্যরা শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, যা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং বিআইপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে পরিকল্পনাবিদদের ভূমিকা নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত বাংলাদেশ গড়তে হবে, তবেই জাতীয় অঙ্গীকার পূর্ণ হবে।’
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান বলেন, ‘বিকেন্দ্রীকরণের কথা আমরা দীর্ঘদিন ধরেই বলছি, কিন্তু তা বাস্তবায়ন করতে পারছি না। অর্থ ও ক্ষমতার লোভ এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ যেখানে-সেখানে ফ্লাইওভার, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে একই সঙ্গে নির্মাণের পরিকল্পনার ঘাটতি রয়েছে বলেও তিনি মনে করেন।
বিআইপির এবারের প্রতিপাদ্য ছিল, ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি।’
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী এবং বিশ্ব নগর-পরিকল্পনা দিবস ২০২৪।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়। আলোচনার পর বিআইপির সদস্যরা শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, যা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং বিআইপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে পরিকল্পনাবিদদের ভূমিকা নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত বাংলাদেশ গড়তে হবে, তবেই জাতীয় অঙ্গীকার পূর্ণ হবে।’
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান বলেন, ‘বিকেন্দ্রীকরণের কথা আমরা দীর্ঘদিন ধরেই বলছি, কিন্তু তা বাস্তবায়ন করতে পারছি না। অর্থ ও ক্ষমতার লোভ এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ যেখানে-সেখানে ফ্লাইওভার, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে একই সঙ্গে নির্মাণের পরিকল্পনার ঘাটতি রয়েছে বলেও তিনি মনে করেন।
বিআইপির এবারের প্রতিপাদ্য ছিল, ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৪৩ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে