Ajker Patrika

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন ৩ নারী, আহত ৪ 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৩
আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন ৩ নারী, আহত ৪ 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছেন একই পরিবারের তিন নারী। এ ঘটনায় আহত হয়েছে চারজন। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বান্দুরা ইউনিয়নের মৃর্ধাকান্দা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন-ময়না বেগম (৫০), তাঁর ভাবি রাহেলা বেগম (৪০) ও ভাগনি সুফিয়া (৩০)। আহতরা হলেন-সুফিয়ার চাচা রাজ্জাক বেপারী, চাচাতো ভাই পারভেজ, ফুফু মালা বেগম ও অটোরিকশা চালক মিরাজ। তাঁরা সবাই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গুঙ্গেরপাড় এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মালা (৪৭) নামের একজনের অবস্থা অবনতি হওয়ায় তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথমে ওই নারীও দুর্ঘটনা মারা গেছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছিল। পরে অবশ্য জানানো হয়, মালা বেঁচে আছেন। তবে তাঁর অবস্থা সংকটাপন্ন। 

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানা আক্তার। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পান। এরপর নিকট আত্মীয়দের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে পার্শ্ববর্তী দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মৃর্ধাকান্দা মোড়ে আসলে নবাবগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। 

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত