Ajker Patrika

যুবদল কর্মী হত্যা: শামীম ওসমানসহ সাবেক ডিসি–এসপির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৮: ০৩
যুবদল কর্মী হত্যা: শামীম ওসমানসহ সাবেক ডিসি–এসপির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহতের ঘটনায় দুই বছর পর আবারও মামলা দায়ের হয়েছে। আজ সোমবার নিহতের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল, সাবেক ডিসি মঞ্জুরুল হাফিজ, সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, লিয়াকত হোসেন খোকাসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যুবদল কর্মী নিহতের ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’ 

বাদী মিলন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই শাওন ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়। এটা দিবালোকের মতো স্পষ্ট একটি ঘটনা ছিল। কিন্তু ঘটনার পর পুলিশ আমার ভাইকে যুবলীগ কর্মী বানাতে চেয়েছিল।

‘সেটিতে ব্যর্থ হয়ে লাশ আটকে রেখে আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষর ব্যবহার করে বিএনপির পাঁচ হাজার নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা করে। যেখানে আমাকে মামলার বাদী বানানো হয়।’ 

তিনি বলেন, ‘পরে আমি আদালতে মামলার বিষয়ে নারাজি দিলে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়। এই কারণে পুলিশ আমার পরিবারকে অনেক হয়রানি করেছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় মূল অপরাধীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছি। আমরা আশা করছি, এই সরকারের আমলে ভাই হত্যার ন্যায়বিচার পাব।’ 

তথ্যমতে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে বিএনপির নেতা–কর্মীরা শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পুলিশের গুলিতে মারা যান যুবদল কর্মী শাওন প্রধান (২৩)। 

মৃত্যুর পর তাঁকে যুবলীগ কর্মী প্রমাণের চেষ্টা করে তৎকালীন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। তবে পুলিশকে লক্ষ্য করে শাওনের ইটপাটকেল নিক্ষেপের ছবি ও মিছিলের ছবির বেরিয়ে এলে সেই চেষ্টা ব্যর্থ হয়। শাওন সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলীর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত