গাজীপুর প্রতিনিধি
২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় ফিরে যান।
স্থানীয়রা জানায়, আজ সকালে কালিয়াকৈর সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা পাঁচজন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, তাঁদের প্রধান দাবি হলো–কারখানায় ইতিপূর্বে বরখাস্ত পাঁচ শ্রমিককে পুনর্বহাল করতে হবে, চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২১ দফা।
তাঁরা আরও জানান, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় ফিরে যান।
স্থানীয়রা জানায়, আজ সকালে কালিয়াকৈর সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা পাঁচজন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, তাঁদের প্রধান দাবি হলো–কারখানায় ইতিপূর্বে বরখাস্ত পাঁচ শ্রমিককে পুনর্বহাল করতে হবে, চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২১ দফা।
তাঁরা আরও জানান, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান, তাঁর স্ত্রী নাসিমা খান মন্টি, তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান এবং আদিভা নাঈম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির
১২ মিনিট আগেনিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ব্যর্থ। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনার কোনো দক্ষতা দেখাতে পারেননি।’ আজ মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
১৪ মিনিট আগেনতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সে নিয়ে কারও দরদ নেই।’ এর জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা
২৪ মিনিট আগেরংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে