Ajker Patrika

২১ দফা দাবিতে কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৭: ১৭
২১ দফা দাবিতে কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় ফিরে যান। 

স্থানীয়রা জানায়, আজ সকালে কালিয়াকৈর সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা পাঁচজন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 

বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। 

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাখবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান। এরপর যানবাহন চলাচল শুরু হয়। 

আন্দোলনকারীরা জানান, তাঁদের প্রধান দাবি হলো–কারখানায় ইতিপূর্বে বরখাস্ত পাঁচ শ্রমিককে পুনর্বহাল করতে হবে, চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২১ দফা। 

তাঁরা আরও জানান, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত