কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদনের পাওনা টাকার জন্য ইটভাটার নারীশ্রমিককে বেধড়ক মারধরের পর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ওই নেতার ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত নারী শ্রমিকের নাম বিলকিস বেগম (৪০)। তিনি ইন্দাচুল্লি গ্রামের ইটভাটার শ্রমিক আব্দুল করিমের স্ত্রী। অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতা হলেন নূরে আলম। তিনি গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মারধরে নারী শ্রমিকের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নূরে আলমের ভাই সুজন মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিলকিসসহ তাঁর পরিবারের সবাই চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করেন। বর্ষাকালে ইটভাটা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সম্প্রতি এলাকায় ফিরে আসেন। আওয়ামী লীগ নেতা নূরে আলম ও তাঁর ভাই সুজন মিয়া বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। বিলকিসের স্বামী আব্দুল করিম গত বছর সুজনের কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নেন। এরই মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৬০ হাজার টাকা তাঁরা পরিশোধ করতে পারছিলেন না।
দাদনের টাকা আদায়ের জন্য রোববার দুপুরে বিলকিসের বাড়িতে যান সুজনের ভাই নূরে আলম। তখন বিলকিসের স্বামী আব্দুল করিম বাড়িতে ছিলেন না। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নূরে আলম ক্ষিপ্ত হয়ে বিলকিসকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে বাড়ির সমনের সড়কে আনেন। তখন তাঁকে কিল-ঘুষি, লাথি মারাসহ লাঠি দিয়ে বেধড়ক পেটান। মারধরে ওই নারী অজ্ঞান হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিলকিস বেগমের ছেলে মাসুম বলেন, ‘নূরে আলমের পিটুনিতে আমার মা অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে কোলে তুলে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে যাই। ওষুধের দোকান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে আর নিতে পারিনি, আমার কোলেই মা মারা যান।’
মাসুমের বড়বোন রোজিনা ও দুই খালা জান্নাত ও শরিফাকে মারধর করেছেন নূরে আলম বলে জানান মাসুম। তিনি বলেন, ‘আমার মাকে পিটানোর সময় আমি নূরে আলমের হাতে-পায়ে ধরে বলেছি, আমরা টাকা পরিশোধ করে দেব। আপনি মাকে মারবেন না, আমাকে মারেন। প্রয়োজনে আমাকে বেঁধে রাখেন। কিন্তু তিনি এসব শোনেননি, সবাইকে পিটিয়েছেন। তিনি প্রভাবশালী হওয়ায় আমাদের রক্ষা করতে কেউ ভয়ে এগিয়ে আসেনি।’
গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঁইয়া বলেন, ‘দাদনের টাকার জন্য বিলকিসসহ তাঁর পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে বলে আমি শুনেছি। পরে শুনেছি বিলকিস মারা গেছেন।’
নূরে আলম গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আইন অনুযায়ী যা হবে, তাতে আমাদের সমর্থন থাকবে। কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’
ঘটনার পর থেকে নূরে আলম পলাতক রয়েছেন। তাঁর ভাই সুজন মিয়াকে পুলিশ আটক করেছে। মোবাইল ফোনে নূরে আলমকে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদনের পাওনা টাকার জন্য ইটভাটার নারীশ্রমিককে বেধড়ক মারধরের পর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ওই নেতার ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত নারী শ্রমিকের নাম বিলকিস বেগম (৪০)। তিনি ইন্দাচুল্লি গ্রামের ইটভাটার শ্রমিক আব্দুল করিমের স্ত্রী। অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতা হলেন নূরে আলম। তিনি গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মারধরে নারী শ্রমিকের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নূরে আলমের ভাই সুজন মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিলকিসসহ তাঁর পরিবারের সবাই চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করেন। বর্ষাকালে ইটভাটা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সম্প্রতি এলাকায় ফিরে আসেন। আওয়ামী লীগ নেতা নূরে আলম ও তাঁর ভাই সুজন মিয়া বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। বিলকিসের স্বামী আব্দুল করিম গত বছর সুজনের কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নেন। এরই মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৬০ হাজার টাকা তাঁরা পরিশোধ করতে পারছিলেন না।
দাদনের টাকা আদায়ের জন্য রোববার দুপুরে বিলকিসের বাড়িতে যান সুজনের ভাই নূরে আলম। তখন বিলকিসের স্বামী আব্দুল করিম বাড়িতে ছিলেন না। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নূরে আলম ক্ষিপ্ত হয়ে বিলকিসকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে বাড়ির সমনের সড়কে আনেন। তখন তাঁকে কিল-ঘুষি, লাথি মারাসহ লাঠি দিয়ে বেধড়ক পেটান। মারধরে ওই নারী অজ্ঞান হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিলকিস বেগমের ছেলে মাসুম বলেন, ‘নূরে আলমের পিটুনিতে আমার মা অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে কোলে তুলে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে যাই। ওষুধের দোকান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে আর নিতে পারিনি, আমার কোলেই মা মারা যান।’
মাসুমের বড়বোন রোজিনা ও দুই খালা জান্নাত ও শরিফাকে মারধর করেছেন নূরে আলম বলে জানান মাসুম। তিনি বলেন, ‘আমার মাকে পিটানোর সময় আমি নূরে আলমের হাতে-পায়ে ধরে বলেছি, আমরা টাকা পরিশোধ করে দেব। আপনি মাকে মারবেন না, আমাকে মারেন। প্রয়োজনে আমাকে বেঁধে রাখেন। কিন্তু তিনি এসব শোনেননি, সবাইকে পিটিয়েছেন। তিনি প্রভাবশালী হওয়ায় আমাদের রক্ষা করতে কেউ ভয়ে এগিয়ে আসেনি।’
গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঁইয়া বলেন, ‘দাদনের টাকার জন্য বিলকিসসহ তাঁর পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে বলে আমি শুনেছি। পরে শুনেছি বিলকিস মারা গেছেন।’
নূরে আলম গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আইন অনুযায়ী যা হবে, তাতে আমাদের সমর্থন থাকবে। কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’
ঘটনার পর থেকে নূরে আলম পলাতক রয়েছেন। তাঁর ভাই সুজন মিয়াকে পুলিশ আটক করেছে। মোবাইল ফোনে নূরে আলমকে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১৪ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩৮ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে