কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদনের পাওনা টাকার জন্য ইটভাটার নারীশ্রমিককে বেধড়ক মারধরের পর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ওই নেতার ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত নারী শ্রমিকের নাম বিলকিস বেগম (৪০)। তিনি ইন্দাচুল্লি গ্রামের ইটভাটার শ্রমিক আব্দুল করিমের স্ত্রী। অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতা হলেন নূরে আলম। তিনি গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মারধরে নারী শ্রমিকের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নূরে আলমের ভাই সুজন মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিলকিসসহ তাঁর পরিবারের সবাই চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করেন। বর্ষাকালে ইটভাটা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সম্প্রতি এলাকায় ফিরে আসেন। আওয়ামী লীগ নেতা নূরে আলম ও তাঁর ভাই সুজন মিয়া বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। বিলকিসের স্বামী আব্দুল করিম গত বছর সুজনের কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নেন। এরই মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৬০ হাজার টাকা তাঁরা পরিশোধ করতে পারছিলেন না।
দাদনের টাকা আদায়ের জন্য রোববার দুপুরে বিলকিসের বাড়িতে যান সুজনের ভাই নূরে আলম। তখন বিলকিসের স্বামী আব্দুল করিম বাড়িতে ছিলেন না। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নূরে আলম ক্ষিপ্ত হয়ে বিলকিসকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে বাড়ির সমনের সড়কে আনেন। তখন তাঁকে কিল-ঘুষি, লাথি মারাসহ লাঠি দিয়ে বেধড়ক পেটান। মারধরে ওই নারী অজ্ঞান হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিলকিস বেগমের ছেলে মাসুম বলেন, ‘নূরে আলমের পিটুনিতে আমার মা অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে কোলে তুলে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে যাই। ওষুধের দোকান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে আর নিতে পারিনি, আমার কোলেই মা মারা যান।’
মাসুমের বড়বোন রোজিনা ও দুই খালা জান্নাত ও শরিফাকে মারধর করেছেন নূরে আলম বলে জানান মাসুম। তিনি বলেন, ‘আমার মাকে পিটানোর সময় আমি নূরে আলমের হাতে-পায়ে ধরে বলেছি, আমরা টাকা পরিশোধ করে দেব। আপনি মাকে মারবেন না, আমাকে মারেন। প্রয়োজনে আমাকে বেঁধে রাখেন। কিন্তু তিনি এসব শোনেননি, সবাইকে পিটিয়েছেন। তিনি প্রভাবশালী হওয়ায় আমাদের রক্ষা করতে কেউ ভয়ে এগিয়ে আসেনি।’
গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঁইয়া বলেন, ‘দাদনের টাকার জন্য বিলকিসসহ তাঁর পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে বলে আমি শুনেছি। পরে শুনেছি বিলকিস মারা গেছেন।’
নূরে আলম গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আইন অনুযায়ী যা হবে, তাতে আমাদের সমর্থন থাকবে। কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’
ঘটনার পর থেকে নূরে আলম পলাতক রয়েছেন। তাঁর ভাই সুজন মিয়াকে পুলিশ আটক করেছে। মোবাইল ফোনে নূরে আলমকে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদনের পাওনা টাকার জন্য ইটভাটার নারীশ্রমিককে বেধড়ক মারধরের পর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ওই নেতার ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত নারী শ্রমিকের নাম বিলকিস বেগম (৪০)। তিনি ইন্দাচুল্লি গ্রামের ইটভাটার শ্রমিক আব্দুল করিমের স্ত্রী। অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতা হলেন নূরে আলম। তিনি গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মারধরে নারী শ্রমিকের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নূরে আলমের ভাই সুজন মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিলকিসসহ তাঁর পরিবারের সবাই চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করেন। বর্ষাকালে ইটভাটা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সম্প্রতি এলাকায় ফিরে আসেন। আওয়ামী লীগ নেতা নূরে আলম ও তাঁর ভাই সুজন মিয়া বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। বিলকিসের স্বামী আব্দুল করিম গত বছর সুজনের কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নেন। এরই মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৬০ হাজার টাকা তাঁরা পরিশোধ করতে পারছিলেন না।
দাদনের টাকা আদায়ের জন্য রোববার দুপুরে বিলকিসের বাড়িতে যান সুজনের ভাই নূরে আলম। তখন বিলকিসের স্বামী আব্দুল করিম বাড়িতে ছিলেন না। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নূরে আলম ক্ষিপ্ত হয়ে বিলকিসকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে বাড়ির সমনের সড়কে আনেন। তখন তাঁকে কিল-ঘুষি, লাথি মারাসহ লাঠি দিয়ে বেধড়ক পেটান। মারধরে ওই নারী অজ্ঞান হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিলকিস বেগমের ছেলে মাসুম বলেন, ‘নূরে আলমের পিটুনিতে আমার মা অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে কোলে তুলে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে যাই। ওষুধের দোকান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে আর নিতে পারিনি, আমার কোলেই মা মারা যান।’
মাসুমের বড়বোন রোজিনা ও দুই খালা জান্নাত ও শরিফাকে মারধর করেছেন নূরে আলম বলে জানান মাসুম। তিনি বলেন, ‘আমার মাকে পিটানোর সময় আমি নূরে আলমের হাতে-পায়ে ধরে বলেছি, আমরা টাকা পরিশোধ করে দেব। আপনি মাকে মারবেন না, আমাকে মারেন। প্রয়োজনে আমাকে বেঁধে রাখেন। কিন্তু তিনি এসব শোনেননি, সবাইকে পিটিয়েছেন। তিনি প্রভাবশালী হওয়ায় আমাদের রক্ষা করতে কেউ ভয়ে এগিয়ে আসেনি।’
গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঁইয়া বলেন, ‘দাদনের টাকার জন্য বিলকিসসহ তাঁর পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে বলে আমি শুনেছি। পরে শুনেছি বিলকিস মারা গেছেন।’
নূরে আলম গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আইন অনুযায়ী যা হবে, তাতে আমাদের সমর্থন থাকবে। কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’
ঘটনার পর থেকে নূরে আলম পলাতক রয়েছেন। তাঁর ভাই সুজন মিয়াকে পুলিশ আটক করেছে। মোবাইল ফোনে নূরে আলমকে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে