নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু জিজ্ঞাবাসাবাদে সদুত্তর দিতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তবে সদুত্তর দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ডিবির হারুন।
ডিবির হারুন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করার জন্যই এই মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা মিন্টুকে ডেকেছি। আমাদের তদন্ত কর্মকর্তার প্রশ্নগুলোর উত্তর যদি তিনি যথাযথভাবে দিতে পারেন তবেই চলে যাবেন। তিনি যদি যথাযথ উত্তর না দিতে পারেন তবে আমাদের তদন্ত কর্মকর্তা তদন্তের ধারাবাহিকতায় যা করা লাগে, করবেন।’
অনেক আগেই এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম আসলেও দেরিতে কেন তাঁকে ডাকা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। যখন যাকে প্রয়োজন মনে করবেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আপনারা জানেন, আমরা কাউকে হয়রানি করি না এবং কেউ অপরাধী হয়ে থাকলে তাঁকে পালানোর সুযোগও দেই না। আমি আগেই বলেছি তদন্তকারী কর্মকর্তার প্রশ্নের সদুত্তর দিতে না পারলে তাঁর (মিন্টু) বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’
এই ঘটনায় বাবু নামে আরেকজনকে ঝিনাইদহ থেকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘যখন কাউকে নিয়ে আসা হয় তখন কিছু তথ্য উপাত্ত তো থাকেই। তথ্যের ভিত্তিতে তাঁকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছে এ ঘটনায় মূল কিলার শিমুল ভুঁইয়ার সঙ্গে ভাঙ্গাতে (ফরিদপুরের ভাঙ্গা) সে মিটিং করেছে এবং তিনি সেখানে মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। আমরা পরবর্তীতে তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে, আপনারা ছবিটা কাকে দেখালেন? তখন তিনি আরেকজন নেতার কথা বলেছেন। তাঁকে আরও জিজ্ঞসাবাদ করা হয়েছিল। তাঁর মোবাইলগুলো কোথায়? সেও বলেছে সেগুলো আরেক নেতার কাছে।’
বাবুর ব্যাপারে হারুণ আরও বলেন, ‘বাবু তখন গাড়িতে বসে একজন কিলারের সঙ্গে মিটিং করেছে। গত ১৬-১৭ মে পরিকল্পনা করেছে যখন বাংলাদেশের পুলিশ ভারতীয় পুলিশ একজন জনপ্রিয় এমপির নিখোঁজে উদ্বিগ্ন। এ ঘটনায় মুলকিলার শিমুল ভুঁইয়া হত্যাকাণ্ড ঘটানোর পর গত ১৫ মে ঢাকায় চলে আসেন। এরপর তাঁরা আসলে ১৬ মে চলে যান ভাঙ্গায়। সেখানে তাঁরা মিটিং করেন।’
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু জিজ্ঞাবাসাবাদে সদুত্তর দিতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তবে সদুত্তর দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ডিবির হারুন।
ডিবির হারুন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করার জন্যই এই মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা মিন্টুকে ডেকেছি। আমাদের তদন্ত কর্মকর্তার প্রশ্নগুলোর উত্তর যদি তিনি যথাযথভাবে দিতে পারেন তবেই চলে যাবেন। তিনি যদি যথাযথ উত্তর না দিতে পারেন তবে আমাদের তদন্ত কর্মকর্তা তদন্তের ধারাবাহিকতায় যা করা লাগে, করবেন।’
অনেক আগেই এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম আসলেও দেরিতে কেন তাঁকে ডাকা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। যখন যাকে প্রয়োজন মনে করবেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আপনারা জানেন, আমরা কাউকে হয়রানি করি না এবং কেউ অপরাধী হয়ে থাকলে তাঁকে পালানোর সুযোগও দেই না। আমি আগেই বলেছি তদন্তকারী কর্মকর্তার প্রশ্নের সদুত্তর দিতে না পারলে তাঁর (মিন্টু) বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’
এই ঘটনায় বাবু নামে আরেকজনকে ঝিনাইদহ থেকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘যখন কাউকে নিয়ে আসা হয় তখন কিছু তথ্য উপাত্ত তো থাকেই। তথ্যের ভিত্তিতে তাঁকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছে এ ঘটনায় মূল কিলার শিমুল ভুঁইয়ার সঙ্গে ভাঙ্গাতে (ফরিদপুরের ভাঙ্গা) সে মিটিং করেছে এবং তিনি সেখানে মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। আমরা পরবর্তীতে তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে, আপনারা ছবিটা কাকে দেখালেন? তখন তিনি আরেকজন নেতার কথা বলেছেন। তাঁকে আরও জিজ্ঞসাবাদ করা হয়েছিল। তাঁর মোবাইলগুলো কোথায়? সেও বলেছে সেগুলো আরেক নেতার কাছে।’
বাবুর ব্যাপারে হারুণ আরও বলেন, ‘বাবু তখন গাড়িতে বসে একজন কিলারের সঙ্গে মিটিং করেছে। গত ১৬-১৭ মে পরিকল্পনা করেছে যখন বাংলাদেশের পুলিশ ভারতীয় পুলিশ একজন জনপ্রিয় এমপির নিখোঁজে উদ্বিগ্ন। এ ঘটনায় মুলকিলার শিমুল ভুঁইয়া হত্যাকাণ্ড ঘটানোর পর গত ১৫ মে ঢাকায় চলে আসেন। এরপর তাঁরা আসলে ১৬ মে চলে যান ভাঙ্গায়। সেখানে তাঁরা মিটিং করেন।’
যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী...
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় করা দুই মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
২৭ মিনিট আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ধর্ষণ ও নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ ও নিপীড়নের বিপক্ষে এ আন্দোলন
৩০ মিনিট আগেঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে