Ajker Patrika

সাকার মাছ ও আফ্রিকান মাগুর নিষিদ্ধ করল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০: ০২
সাকার মাছ ও আফ্রিকান মাগুর নিষিদ্ধ করল সরকার

সাকার মাছ ও আফ্রিকান মাগুর মাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ১১ জানুয়ারি মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন জারি করেন। যা গেজেট আকারে ১৫ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাকার মাছ ও আফ্রিকান মাগুর মাছ নিষিদ্ধ করতে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০–এর ১৮ নম্বর ধারা সংশোধন প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করে মন্ত্রণালয়। এ বিষয়ে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে লিখিতভাবে অনধিক দুই মাসের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দেকে জানানোর জন্য বলা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু উক্ত প্রাক্–প্রকাশনায় উল্লিখিত ২ (দুই) মাস সময় ইতিমধ্যে অতিক্রান্ত হইয়াছে এবং প্রস্তাবিত সংশোধনের ওপর প্রাপ্ত মতামতের ভিত্তিতে সরকার উক্ত রুলসের অধিকতর সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। এরপর প্রজ্ঞাপনে আইনের ১৮ নম্বর ধারার ২ নম্বর উপধারায় বলা হয়, সাকার মাছ ও আফ্রিকান মাগুর মাছ কোনো ব্যক্তি আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, গ্রহণ বা প্রদান, বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রকাশ ও অধিকারী হতে পারবেন না।

মূলত সাকার মাছের ইংরেজি নাম হলো ‘সাকার মাউথ ক্যাটফিশ’। এর আগে সাকার মাছ সম্পর্কে মন্ত্রণালয়ের প্রচারপত্র থেকে জানা যায়, এই মাছ দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেনু, ছোট প্রজাতির দেশীয় মাছ, শেওলা, ছোট শামুক জাতীয় প্রাণী খেয়ে ফেলে খাদ্যশৃঙ্খল নষ্ট করে। ফলে দেশীয় মাছের বংশ বিস্তারে ক্ষতিকর প্রভাব পড়ছে। এ ছাড়া জলাশয়ের পাড়ে ৫ ফুট পর্যন্ত গর্ত করার ফলে পাড়ের ক্ষতির পাশাপাশি জলাশয়ের উৎপাদন ও উৎপাদনশীলতা কমিয়ে ফেলে। মূলত এসব কারণেই নিষিদ্ধ হয় সাকার মাছকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত