পুরোনো ও নকল যন্ত্রাংশ দিয়ে তৈরি হয় ব্র্যান্ডের ফোন, বিক্রি হয় রাজধানীর বিভিন্ন মার্কেটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ২০: ১২
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০: ৪৪

একজনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং বাকি দুজনের একজন অষ্টম ও অপরজন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও রীতিমতো কারখানা খুলে তাঁরা তৈরি করতেন নকল স্মার্টফোন। চুরি যাওয়া ফোনের যন্ত্রাংশ সংগ্রহ করে তাঁরা ভিভো, অপো, আইফোন, রেডমি, রিয়েলমি ও নোকিয়া ব্র্যান্ডের ফোনের মতো হুবহু নকল ফোন তৈরি করে আসছিলেন।

গত শনিবার রাজধানীর কলাবাগানের ইস্টার্ন প্লাজায় অভিযান চালিয়ে নকল ফোন তৈরির কারিগর মো. আল-আমিন হোসেন (২৪), মো. শিমুল (১৯) ও মো. রাসেলকে (৩১) গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। আল-আমিন হোসেন অষ্টম শ্রেণি, শিমুল এইচএসসি ও রাসেল পঞ্চম শ্রেণি পাস। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মোবাইল তৈরির যন্ত্রাংশসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩১৭টি নকল মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘এসব নকল ফোন রাজধানীর দুটি মার্কেটসহ দেশের বিভিন্ন মোবাইল মার্কেটে অর্ধেক দামে বিক্রি করে আসছে। তাদের তৈরি নকল ফোন দেখতে এতটাই নিখুঁত যে ক্রেতার কোনোভাবে বোঝার উপায় নেই।’

হারুন অর রশীদ বলেন, তাঁরা আইএমইআই স্টিকার ও ফোনের বক্সসহ অন্যান্য সামগ্রী তৈরি করে এসব নকল ফোন রাজধানীর মোতালেব প্লাজা ও নাহার প্লাজাসহ ঢাকার বাইরে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে কুরিয়ার করে বিক্রি করে আসছিল। পরে ব্যবসায়ীরা এসব ফোন সেকেন্ড হ্যান্ড বলে নির্ধারিত মূল্যের অর্ধেক দামে বিক্রি করে সাধারণ ক্রেতাদের কাছে। তাদের এই নকল ফোন দেখতে হুবহু বিভিন্ন ব্র্যান্ডের অরজিনাল ফোনের মতো। এমনকি অরিজিনাল ফোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এসব নকল ফোনে।

কলাবাগানের ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় এই নকল ফোন তৈরির কারখানা ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘নকল ফোন তৈরির যন্ত্রাংশ তারা বিভিন্ন উপায়ে সংগ্রহ করত। প্রথমতো তারা বিভিন্ন চোরাই ফোনের যন্ত্রাংশ কিনত এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বিদেশ থাকে নিম্নমানের যন্ত্রাংশ এনে এসব নকল ফোন তৈরি করে আসছে। তাদের কাছে আরও যেসব যন্ত্রাংশ ছিল সেগুলো দিয়ে তারা প্রায় হাজার খানেক নকল মোবাইল ফোন তৈরি করতে পারত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত