শ্রীপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা, চেয়ারম্যান প্রার্থীর কর্মীর কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, 
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১: ৫৪
আপডেট : ২১ মে ২০২৪, ১২: ৪৮

গাজীপুরের শ্রীপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের এক কর্মীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজি টুলু। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা পূর্বপাড়া গ্রামের মো. ফাইজুদ্দিনের ছেলে মো. কামাল খান (৫০)। তিনি রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। 

গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মোজাম্মেল হক শেখ বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের কর্মী কামাল খান গোসিঙ্গা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট প্রয়োগের চেষ্টা করেন। এ অপরাধে তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজি টুলু বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের কর্মী কামাল খানকে ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত