Ajker Patrika

জলাবদ্ধতা নিরসনে কাজ করবে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২৪, ১৪: ৪৩
জলাবদ্ধতা নিরসনে কাজ করবে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

রাজধানীতে বৃষ্টির সময় জলাবদ্ধতার জন্য ১০টি অঞ্চলে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

আজ শনিবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের সামনে ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা বর্জ্য প্রদর্শনী শেষে তিনি এসব তথ্য জানান। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে বৃষ্টির সময় জলাবদ্ধতার জন্য ১০টি প্রশাসনিক অঞ্চলে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কোথাও বৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসী সঙ্গে সঙ্গে ১৬১০৬ হটলাইনে যোগাযোগ করবে। 

ডিএনসিসির মেয়র বলেন, হটলাইনে অভিযোগ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কুইক রেসপন্স টিম কাজ শুরু করবে। 

খালে বর্জ্য ফেলা নিয়ে মেয়র আরও বলেন, বৃষ্টি হলে শহরে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতো, সেটা অনেকাংশে সমাধান হয়ে আসছে। এখনো অল্প এলাকায় জলাবদ্ধতা হয়। এই জলাবদ্ধতা শুধু ড্রেনে ময়লা জমে জলাবদ্ধতা হয়। এখন কেউ খাল ও ড্রেনে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত