নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে আমরাই বাংলাদেশ নামে একটি সংগঠন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল না থাকায় শিক্ষা, কাজ বা ভ্রমণের জন্য বিদেশে যেতে না পারা সহ নানান সমস্যায় ভুগছেন তারা। অনেকেরই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল নেই। আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরেও এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। দীর্ঘদিন অপেক্ষা করেও সংশোধন করা যাচ্ছে না। এর ফলে স্কলারশিপ বা কাজের জন্য দেশের বাইরেও যাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়।
বক্তারা আরও বলেন, ‘অনেকেই জাতীয় পরিচয়পত্রের আগেই জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে পাসপোর্ট করেছেন। স্কুলের সার্টিফিকেট অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের নাম, জন্ম তারিখ ঠিক করা হলেও তার সঙ্গে পাসপোর্টের মিল নেই। গত কয়েক বছর যাবৎ ভুক্তভোগীরা সংশোধন করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় তাদের জরুরি কাজ ও স্বাভাবিক জীবন যাপন জটিল হয়ে পড়ছে। অবিলম্বে সংশোধনী চালু করে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার দাবি জানান বক্তারা।
সংগঠনটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জোবায়েত, সহসভাপতি মিলন হোসেনসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভুক্তভোগীরা।
জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে আমরাই বাংলাদেশ নামে একটি সংগঠন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল না থাকায় শিক্ষা, কাজ বা ভ্রমণের জন্য বিদেশে যেতে না পারা সহ নানান সমস্যায় ভুগছেন তারা। অনেকেরই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল নেই। আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরেও এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। দীর্ঘদিন অপেক্ষা করেও সংশোধন করা যাচ্ছে না। এর ফলে স্কলারশিপ বা কাজের জন্য দেশের বাইরেও যাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়।
বক্তারা আরও বলেন, ‘অনেকেই জাতীয় পরিচয়পত্রের আগেই জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে পাসপোর্ট করেছেন। স্কুলের সার্টিফিকেট অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের নাম, জন্ম তারিখ ঠিক করা হলেও তার সঙ্গে পাসপোর্টের মিল নেই। গত কয়েক বছর যাবৎ ভুক্তভোগীরা সংশোধন করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় তাদের জরুরি কাজ ও স্বাভাবিক জীবন যাপন জটিল হয়ে পড়ছে। অবিলম্বে সংশোধনী চালু করে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার দাবি জানান বক্তারা।
সংগঠনটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জোবায়েত, সহসভাপতি মিলন হোসেনসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভুক্তভোগীরা।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
৭ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১২ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৫ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৯ মিনিট আগে