Ajker Patrika

সাভারে গণপিটুনিতে নিহত ১, আটক ৩ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে গণপিটুনিতে নিহত ১, আটক ৩ 

ঢাকার সাভারে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জনতা আরও তিনজনকে মারপিটের পর আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ মঙ্গলবার ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি গ্রামের বাসিন্দা। আটক তিনজনের মধ্যে দুজন কিশোর, আরেক জনের নাম সোহন (২৫)।

পুলিশ হেফাজতে থাকা জনতার হাতে আটক এক কিশোর বলে, যে মারা গেছে তাকে আমি চিনি না। আমি ফার্নিচারের দোকানে কাজ করি। ভোরে কাজের উদ্দেশ্যে বাইর হইছিলাম। লোকজন ওই লোকটার সঙ্গে আমাগো ধইরা মারছে। তারপর পুলিশে দিছে।

কিন্তু ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, হতাহতরা সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে জনতা তাদের ধরে মারধর করেন। তাঁদের একজন মারা গেছেন বলে তাঁরা পরে জানতে পারেন।

নিহত মজিবর রহমানের জামাতা রাব্বি হোসেন বলেন, ‘আমার শ্বশুর এক সময় সাভার থাকতেন। বর্তমানে বাড়িতেই থাকেন। তবে মাঝেমধ্যে সাভার আসেন। সাভারে কি করেন আমি জানি না।’

সাভার থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ বলেন, গণপিটুনিতে মজিবর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। তিনজনকে ধরে জনতা সাভার থানায় সোপর্দ করেছেন। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত