প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দ্রুত পালিয়ে যায় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজ। মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে জাহাজটিকে জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় মুন্সিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা জাহাজটিকে জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে জাহাজের মাস্টার, ড্রাইভার, সুকানিসহ ১৪ জনকে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, সাবিত আল হাসান লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার পর দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে কার্গো জাহাজটি। পরে গোপন সংবাদদের ভিত্তিতে জাহাজটির অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। কিন্তু দেখা যায় যে, ওই কার্গোটির রঙ পরিবর্তন করা হয়েছে। দুর্ঘটনার সময় কার্গোটি যে রঙ ছিল অভিযানের সময়কার কার্গোর রঙয়ের অনেক পরিবর্তন দেখা যায়। ভালো করে লক্ষ্য করলে স্পষ্ট হয় যে, কার্গোটির গায়ের রঙ সম্প্রতি করা হয়েছে।
তিনি বলেন, আটক ১৪ জনসহ কার্গোটি মুন্সিগঞ্জ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, লঞ্চডুবির ঘটনায় ৩৪ যাত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য।
মামলায় হত্যার উদ্দেশে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে লঞ্চটি ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানি ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।
নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দ্রুত পালিয়ে যায় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজ। মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে জাহাজটিকে জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় মুন্সিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা জাহাজটিকে জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে জাহাজের মাস্টার, ড্রাইভার, সুকানিসহ ১৪ জনকে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, সাবিত আল হাসান লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার পর দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে কার্গো জাহাজটি। পরে গোপন সংবাদদের ভিত্তিতে জাহাজটির অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। কিন্তু দেখা যায় যে, ওই কার্গোটির রঙ পরিবর্তন করা হয়েছে। দুর্ঘটনার সময় কার্গোটি যে রঙ ছিল অভিযানের সময়কার কার্গোর রঙয়ের অনেক পরিবর্তন দেখা যায়। ভালো করে লক্ষ্য করলে স্পষ্ট হয় যে, কার্গোটির গায়ের রঙ সম্প্রতি করা হয়েছে।
তিনি বলেন, আটক ১৪ জনসহ কার্গোটি মুন্সিগঞ্জ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, লঞ্চডুবির ঘটনায় ৩৪ যাত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য।
মামলায় হত্যার উদ্দেশে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে লঞ্চটি ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানি ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে