রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (২২) ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রায়পুরা থানায় ধর্ষণের অভিযোগে এনে মামলা করেন ভুক্তভোগী।
গ্রেপ্তার যুবকের নাম ইমন (২৮), তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার বাসিন্দা ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা–পুলিশের কনস্টেবল পদে কর্মরত।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশি প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, ১৮ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে কনস্টেবল ইমনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
সম্প্রতি তাকে বিয়ের জন্য চাপ দেন ওই ভুক্তভোগী। এ সময় ইমন বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা ইমনকে আটক করে। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর আগে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
ভুক্তভোগী বলেন, ‘বিয়ের কথা বলে ইমন আমার সঙ্গে হোটেলে নিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা করেছে। এখন সে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এ ঘটনায় আজ (সোমবার) ইমনে বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি এ ঘটনায় বিচার চাই।’
নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (২২) ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রায়পুরা থানায় ধর্ষণের অভিযোগে এনে মামলা করেন ভুক্তভোগী।
গ্রেপ্তার যুবকের নাম ইমন (২৮), তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার বাসিন্দা ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা–পুলিশের কনস্টেবল পদে কর্মরত।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশি প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, ১৮ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে কনস্টেবল ইমনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
সম্প্রতি তাকে বিয়ের জন্য চাপ দেন ওই ভুক্তভোগী। এ সময় ইমন বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা ইমনকে আটক করে। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর আগে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
ভুক্তভোগী বলেন, ‘বিয়ের কথা বলে ইমন আমার সঙ্গে হোটেলে নিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা করেছে। এখন সে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এ ঘটনায় আজ (সোমবার) ইমনে বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি এ ঘটনায় বিচার চাই।’
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
৪ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
১১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
২২ মিনিট আগে