Ajker Patrika

রাজধানীর উত্তরায় বাসচাপায় বৃদ্ধা নিহত

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি জব্দ এবং এর চালককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে আব্দুল্লাহপুর মোড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে থানা-পুলিশ ওই বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা একটার দিকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজিব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই নারী ভবঘুরে এবং ভিক্ষাবৃত্তি করতেন। সকালে আব্দুল্লাহপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ওয়ান স্টার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সজিব হাসান আরও বলেন, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত