Ajker Patrika

ফরিদপুরে সাংবাদিককে মারধরের ঘটনায় মেয়রের ভাই গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২: ১৩
ফরিদপুরে সাংবাদিককে মারধরের ঘটনায় মেয়রের ভাই গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত প্রধান আসামি জাপান মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাপান আলফাডাঙ্গার পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের ছোট ভাই। 

র‍্যাব-৮-এর লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলফাডাঙ্গায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত জাপান মোল্লাকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি অনলাইন নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার স্থানীয় থানায় মামলা হয়। ঘটনার পরপরই পুলিশ পারুল বেগম নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার আলফাডাঙ্গার রাজধানী পরিবহনের কাউন্টারে টিকিট কিনতে যান রমিজ নামের এক যুবক। তিনি ঢাকার একটি টিকিটের দাম পরিশোধ করে বাসে ওঠেন। বাস ছাড়ার আগমুহূর্তে ক্যাশ কাউন্টার থেকে বলা হয় রমিজ টিকিটের টাকা দেননি। তাই তাঁকে ঢাকায় যেতে দেওয়া হবে না। বিষয়টি জানিয়ে সাংবাদিক মুজাহিদুলের সহযোগিতা চান রমিজ। ঘটনাস্থলে এসে বিষয়টির মীমাংসা করার কথা বলতেই সাংবাদিক মুজাহিদের ওপর চড়াও হন কাউন্টারের ম্যানেজার জাপান ও তাঁর সহযোগীরা।

কথাকাটাকাটির একপর্যায়ে মুজাহিদকে লোহার রড, স্ট্যাম্প, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পেটানো হয়। মুজাহিদকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল পাঠানো হয়। এ সময় স্থানীয়রা মুজাহিদকে রক্ষায় এগিয়ে এলে তাঁদের ওপরও চড়াও হয় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত