গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরীতকীতলা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। আজ শুক্রবার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, চন্দ্রায় পোশাক কারখানা মাহমুদ জিন্স লিমিটেডের কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাস ধরে বেতন দিচ্ছে না। স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। এসব টাকা চাইতে গেলেই মালিকপক্ষ কাল-পরশু দেওয়া হবে বলে টালবাহানা করছে।
গত বুধবার শ্রমিকেরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা জানায়। কিন্তু বৃহস্পতিবার শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলেও স্টাফদের অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া হয়নি। পরে স্টাফরা রাতেই কারখানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ রাতে বুঝিয়ে তাঁদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। বেতন না পেয়ে আজ শুক্রবার সকালে স্টাফরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন চাইতে গেলে আবারও টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। পরে স্টাফরা শ্রমিকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিক ও স্টাফরা বিক্ষোভ সহকারে সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, মাহমুদ জিন্স লিমিটেড কারখানার কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকেয়া আছে। এ ছাড়া শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকেরা একাধিকবার মালিকপক্ষের কাছে বকেয়া বেতনের আবেদন করলেও মালিকপক্ষ বিষয়টি সমাধান করেনি। গত বুধবার সকালে শ্রমিক-কর্মচারীরা কারখানায় গিয়ে বেতন দাবি করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা গত বুধবার থেকে আন্দোলন করছেন।
কারখানার কর্মচারী মো. রায়হান মিয়া বলেন, ‘পাঁচ মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। এভাবে আর কত দিন চলতে পারি! ধার-দেনা করে চলতে হচ্ছে। বাড়ি ভাড়ার জন্য মালিকেরা চাপ দিচ্ছেন। দোকান বাকির কারণে তাঁদের সামনে দিয়ে যেতে পারছি না। ঘরে জমানো টাকাও শেষ হয়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, গত বুধবার থেকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিক ও কর্মচারীরা বেতনের দাবিতে বিক্ষোভ করে আসছেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের টাকা দেওয়া হলেও কর্মচারীদের টাকা দেওয়া হয়নি। ঘটনাটি শিল্প পুলিশকে জানানো হয়েছে। তাঁরা চন্দ্রা এলাকায় অবস্থান করছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে, যাতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে শ্রমিকদের বিষয়টি সমাধান করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরীতকীতলা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। আজ শুক্রবার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, চন্দ্রায় পোশাক কারখানা মাহমুদ জিন্স লিমিটেডের কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাস ধরে বেতন দিচ্ছে না। স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। এসব টাকা চাইতে গেলেই মালিকপক্ষ কাল-পরশু দেওয়া হবে বলে টালবাহানা করছে।
গত বুধবার শ্রমিকেরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা জানায়। কিন্তু বৃহস্পতিবার শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলেও স্টাফদের অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া হয়নি। পরে স্টাফরা রাতেই কারখানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ রাতে বুঝিয়ে তাঁদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। বেতন না পেয়ে আজ শুক্রবার সকালে স্টাফরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন চাইতে গেলে আবারও টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। পরে স্টাফরা শ্রমিকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিক ও স্টাফরা বিক্ষোভ সহকারে সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, মাহমুদ জিন্স লিমিটেড কারখানার কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকেয়া আছে। এ ছাড়া শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকেরা একাধিকবার মালিকপক্ষের কাছে বকেয়া বেতনের আবেদন করলেও মালিকপক্ষ বিষয়টি সমাধান করেনি। গত বুধবার সকালে শ্রমিক-কর্মচারীরা কারখানায় গিয়ে বেতন দাবি করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা গত বুধবার থেকে আন্দোলন করছেন।
কারখানার কর্মচারী মো. রায়হান মিয়া বলেন, ‘পাঁচ মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। এভাবে আর কত দিন চলতে পারি! ধার-দেনা করে চলতে হচ্ছে। বাড়ি ভাড়ার জন্য মালিকেরা চাপ দিচ্ছেন। দোকান বাকির কারণে তাঁদের সামনে দিয়ে যেতে পারছি না। ঘরে জমানো টাকাও শেষ হয়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, গত বুধবার থেকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিক ও কর্মচারীরা বেতনের দাবিতে বিক্ষোভ করে আসছেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের টাকা দেওয়া হলেও কর্মচারীদের টাকা দেওয়া হয়নি। ঘটনাটি শিল্প পুলিশকে জানানো হয়েছে। তাঁরা চন্দ্রা এলাকায় অবস্থান করছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে, যাতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে শ্রমিকদের বিষয়টি সমাধান করা হয়।
নতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সে নিয়ে কারও দরদ নেই।’ এর জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা
৫ মিনিট আগেরংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দেব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে
২১ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২২ মিনিট আগে