Ajker Patrika

বাজেটে কর্মসংস্থান কমিশন গঠনের দাবি যুব ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২২, ১৯: ৩৬
বাজেটে কর্মসংস্থান কমিশন গঠনের দাবি যুব ইউনিয়নের

কর্মহীন যুবকদের জন্য বেকারভাতা, করোনায় কর্মহীন হয়ে পড়াদের জন্য প্রণোদনা, সরকারি শূন্যপদে সরাসরি নিয়োগসহ ৯ দফা দাবি বাস্তবায়নে বাজেটে কর্মসংস্থান কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শাহবাগ প্রজন্ম চত্বরে জাতীয় যুব সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

জানা গেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল বুধবার রাতে পুলিশ অনুমতি বাতিল করে। পরে শাহবাগে সমাবেশের অনুমতি দেওয়া হয়।

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজ আদনান রিয়াদ। অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. এম এম আকাশ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলার নেতারা। 

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের ৩ শতাংশ ধনীর বিপরীতে ৯৭ ভাগ সাধারণ মানুষ। দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূর্ণকালীন কাজের ব্যবস্থা নেই। সরকারি চাকরিতে ৩ লাখ ৬৯ হাজার ৪৫১টি শূন্যপদ রয়েছে। দেশের উচ্চ শিক্ষিত যুবকদের ৪৭ শতাংশের কাজ নেই। দেশের বিপুল এই কর্মহীন যুবকদের সঙ্গে করোনাকালীন পরিস্থিতিতে যোগ হয়েছে আরও কোটি বেকার।’ 

সমাবেশে বলা হয়, বর্তমানে যে প্রবৃদ্ধি তা কর্মসংস্থানবান্ধব নয়। লাখ লাখ যুবক বর্তমানে চাকরি হারিয়ে বেকার। প্রয়োজনীয় পুঁজির অভাবে তাঁরা ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না। কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে আগামী বাজেটসহ পরবর্তী বাজেটগুলোতে সুস্পষ্ট নজরদারি থাকা উচিত। বিদেশেও আমাদের কর্মসংস্থান বর্তমানে কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া কর্মী নিয়োগের সুযোগ তৈরি হলেও এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি বিনিয়োগের প্রতি জোর দিতে হবে। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ব্যবস্থার তদারকি বাড়াতে হবে। ব্যাংকের কৃত্রিম আয় বন্ধ করে বিনিয়োগ আদায়ের হার বাড়াতে হবে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতিবছর দেশের অভ্যন্তরে ১৮.৪ লাখ এবং বৈদেশিক কর্মে ৫ লাখ মানুষের কর্মসংস্থান করতে হবে।

বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় রপ্তানিমুখী খাতের জন্য খুব সাধারণ কিছু উদ্যোগ ছাড়া বেকারত্ব সুবিধা প্রবর্তনের মতো কোনো উদ্যোগ নেই। বেকার ভাতা চালু হলে এটি ছিটকে পড়া বেকারদের জন্য সহায়ক হবে। যাদের জন্য কর্মসংস্থান তৈরি করা যাবে না, কিন্তু কর্মে ইচ্ছুক তাঁদের জন্য বেকার ভাতা চালু করা দরকার।

যুব ইউনিয়ন উত্থাপিত ৯ দফা দাবি হলো-কর্মহীন যুবদের জন্য বেকার ভাতা চালু করা, আত্ম-কর্মসংস্থানে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া, করোনাকালীন কর্মহীন হয়ে পড়া ও আত্ম-কর্মসংস্থানে নিয়োজিত ক্ষতিগ্রস্ত যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা দেওয়া, করোনাকালীন প্রবাস ফেরত যুবকদের প্রবাসে কর্মে ফিরে যাওয়া, সরকারি শূন্যপদে সরাসরি নিয়োগ-আউটসোর্সিং কমিশন বাণিজ্য বন্ধ করা, ঘুষ ছাড়া চাকরি-আবেদনে ব্যাংক ড্রাফট-পে-অর্ডার নেওয়া বন্ধ করা, সরকারি-আধা-সরকারি-স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষা বিভাগীয় সদরে নেওয়া, কর্মসংস্থান ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিত করে সহজ শর্তে যুবকদের ঋণ দেওয়া, জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়া, কর্মপ্রত্যাশীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু করা ও সেই সব যুবকদের এক বছরের মধ্যে কাজের ব্যবস্থা করা।

জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন

সমাবেশ শেষে সংসদ অভিমুখে একটি মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা এলিফ্যান্ট রোডে গিয়ে শেষ হয়। 

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত