Ajker Patrika

ভাষার যত্ন নিতে হবে: গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২১: ৪৮
ভাষার যত্ন নিতে হবে: গোলাম রহমান

অনেক ভাষাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভাষা মানুষের যোগাযোগ, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে টেকনোলজি ব্যবহার করে একে সাধারণ মানুষের জন্য সহজ পাঠ্য করে তুলতে হবে। ভাষা আমাদের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। তাই ভাষার যত্ন নিতে হবে বলে মন্তব্য করেন আজকের পত্রিকার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান। 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কমিউনিকেশন টুডের পক্ষ থেকে এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি। আলোচনায় সকল ভাষার বিস্তার, প্রসার ও সংরক্ষণে টেকনোলজির ব্যবহারের গুরুত্ব ও ভাষার পরিবর্তন নিয়ে আলোচনা করেন বক্তারা। 

ড. মো. গোলাম রহমান বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করি যেখানে বেশির ভাগ মানুষের একটাই ভাষা তা হচ্ছে, বাংলা। কিন্তু বাংলা ভাষাকে এখনো আমাদের অফিস আদালতের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে না। এর অনুবাদ অনেক সময় সাধারণ মানুষের বোঝার জন্য সহজ হয়ে ওঠে না।’ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে এর অনুবাদ, ভাষার ব্যবহার ও বিকাশ সহজ করে তোলার আহ্বান জানান তিনি। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশনের আঞ্চলিক পরিচালক মৃণাল চ্যাটার্জির আলোচনায় উঠে আসে বিভিন্ন ভাষার উৎস, পরিবর্তন,  ব্যপকতা, বিকাশ ও প্রসারের বিষয়গুলো। তিনি বলেন, ‘ভাষার উৎপত্তি হয় মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য। সব ভাষার উৎস একটিই ছিল। তাই কোন ভাষাকেই ছোট করে দেখার সুযোগ নেই। সব ভাষাই সমান গুরুত্বপূর্ণ।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত