Ajker Patrika

ভিসির আশ্বাসে অবরোধ স্থগিত জাবির নিপীড়নবিরোধী মঞ্চের 

জাবি প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২১: ৩০
ভিসির আশ্বাসে অবরোধ স্থগিত জাবির নিপীড়নবিরোধী মঞ্চের 

বহিরাগত নারীকে ধর্ষণের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর ও প্রভোস্টের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সঙ্গে আলোচনা শেষে নিপীড়নবিরোধী মঞ্চের সংগঠক অধ্যাপক পারভীন জলী এ তথ্য জানান।

এর আগে গত সোমবার থেকে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। আজ (বুধবার) সকালে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হলের প্রভোস্ট অধ্যাপক সাব্বির আলমকে অপসারণসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বেলা ১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন।

অধ্যাপক পারভীন জলী আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য আমাদের বলেছেন, ১৭ মার্চের মধ্যে প্রক্টর ও প্রাধ্যক্ষ নিজেরাই তাঁদের দায়িত্ব ছেড়ে দেবেন। অন্যথায় ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্যের ক্ষমতা আছে, তিনি তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। উপাচার্য ১৮ মার্চ দুপুর পর্যন্ত সময় চেয়েছেন। তাই অবরোধ কর্মসূচি স্থগিত করেছি। ১৮ মার্চের মধ্যে দাবি বাস্তবায়ন না করা হলে আবারও কর্মসূচিতে যাব।’

এ দিকে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ডিনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত