Ajker Patrika

বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে বাংলাদেশে: আইসিটি প্রতিমন্ত্রী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯: ৪০
বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে বাংলাদেশে: আইসিটি প্রতিমন্ত্রী

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে বাংলাদেশে। বিকেএসপি থেকে যেমন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তৈরি হয়েছে, একইভাবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি থেকে।’

আজ মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৭০ একর জায়গার ওপর ১৫০০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের ফলে ২০৪১ সালের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করাই এই প্রকল্পের উদ্দেশ্য। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লিডারশিপ তৈরি হবে এখান থেকে। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভিশন দিয়েছেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। এটি সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ নির্মাণের।’ 

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এই স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সেটি হলো—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমিক, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। এগুলো বাস্তবায়নের জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি একাডেমিক ভবন, একটি বিজনেস এরিয়া থাকবে। ২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে ২০ একর জায়গা সংরক্ষিত করে রাখা হয়েছে। ২০৪১ টাওয়ার মানে ৪১ তলাবিশিষ্ট টাওয়ার এখানে নির্মাণ করা হবে।’ 

জানা গেছে, ১৫ শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ইনস্টিটিউটে ছয়তলা গবেষণা ভবন, চারতলা একাডেমিক ভবন, তিনতলা প্রশাসনিক ভবন, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ডরমিটরি ভবন, ছয়টি বিশেষায়িত ল্যাব শিফটের আওতায় নির্মাণাধীন প্রধান অবকাঠামো থাকছে এখানে। 

পদ্মা সেতুর পাশেই ‘লার্নিং বাই ডুইং’ বা এক্সপেরিয়েনশিয়াল লার্নিং শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লার্নিং কমিউনিটিভিত্তিক ইনোভেশন কালচার চর্চার পাশাপাশি দেশের প্রথম জিরো ওয়েস্ট ও এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ক্যাম্পাস হিসেবে শিফট হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ ঘোষ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ অনেকেই। পরে প্রতিমন্ত্রী ও আগত অতিথিরা শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেন ও এই উপজেলাকে দেশের প্রথম স্মার্ট উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত