Ajker Patrika

শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আরও একজন নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬: ০৯
শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আরও একজন নিহত

মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আচমত আলী বেপারী ওরফে হাসমত (৪৫) নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলার সদর হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় দুজন মারা গেলেন।

নিহত আচমত আলী বেপারী ওরফে হাসমত জেলার সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন বেপারীর ছেলে। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে দেলোয়ার হাওলাদারের বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মিরজন খালাসী (৪৩) নামের এক ব্যক্তি নিহত হন।

ওই ঘটনায় আহত আচমত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে তিনি মারা যান। এদিকে আজ সকালে ছলেনামা এলাকা থেকে সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫) নামের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান স্থানীয় লোকজন।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. গোলাম রব্বানী বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। হতাহতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত