জুরাইনে ব্যাটারিচালিত রিকশা চাপায় শিশু নিহত 

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১৮: ৪১

রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশা চাপায় মেহজাবিন ইসলাম ভূঁইয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফাইজা সরকার (৭) নামে আরেক শিশু আহত হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মারিয়াকে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। আহত ফাইজাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মৃত মারিয়া কুমিল্লা সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত মুজাহিদুল ইসলামের মেয়ে। দুই বোনের মধ্যে মারিয়া ছিল ছোট। মারিয়ার বাবা মারা যাওয়ার পর মা তাহমিনা আক্তার রুনা দ্বিতীয় বিয়ে করে স্বামী কাজী জুলফিকার আলীকে নিয়ে পূর্ব জুরাইন, কমিশনার মোড় নিজেদের বাসায় থাকতেন। মারিয়া জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

কাজী জুলফিকার আলী জানান, সকালে দুই বোন মারিয়া ও নওরিনকে নিয়ে নানি মালেকা বেগম স্কুলে যাচ্ছিলেন। রাস্তায় এসে মারিয়া আরেক শিশু ফাইজার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়।

আহত ফাইজার মা আফসানা সরকার জানান, তাদের বাসা জুরাইন কমিশনার রোডে। সকালের তিনি তার মেয়ে ফাইজাকে নিয়ে পায়ে হেঁটে আয়শা সিদ্দিকা মাদ্রাসায় যাচ্ছিলেন। মারিয়াও তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। মারিয়া ও ফাইজা হাত ধরে আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা এসে তাদের চাপা দেয়। এতে দুজন রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে মারিয়া মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মারিয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ফাইজার হাতে ও মুখেসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত