টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নবনির্বাচিত চেয়ারম্যানকে থাপ্পড় মারার পর দুই পক্ষে সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর পাকুরতিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত প্রায় ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শহীদ মীর ও বাদশা ফকিরের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৪৪ ধারা জারিকৃত ওই জমিতে শনিবার বিকেলে তাড়াইল ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার তদন্তে আসে। তখন ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ তাঁর ভগ্নিপতি শহীদ মীরের পক্ষে কথা বললে বাদশা ফকিরের লোকজন চেয়ারম্যানকে থাপ্পড় মারেন। এরপর এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র (ঢাল-সড়কি) ও রাস্তার ইট ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে থানার উপপরিদর্শক শরিফুল ইসলামসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ বিষয়ে জানতে নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আহত উপপরিদর্শক শরিফুল গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই তিনি সুস্থ হয়ে আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নবনির্বাচিত চেয়ারম্যানকে থাপ্পড় মারার পর দুই পক্ষে সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর পাকুরতিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত প্রায় ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শহীদ মীর ও বাদশা ফকিরের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৪৪ ধারা জারিকৃত ওই জমিতে শনিবার বিকেলে তাড়াইল ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার তদন্তে আসে। তখন ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ তাঁর ভগ্নিপতি শহীদ মীরের পক্ষে কথা বললে বাদশা ফকিরের লোকজন চেয়ারম্যানকে থাপ্পড় মারেন। এরপর এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র (ঢাল-সড়কি) ও রাস্তার ইট ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে থানার উপপরিদর্শক শরিফুল ইসলামসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ বিষয়ে জানতে নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আহত উপপরিদর্শক শরিফুল গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই তিনি সুস্থ হয়ে আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
১১ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
৩৩ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে