উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর খিলক্ষেতে সকল লাইন ক্রু’দের চাকরি স্থায়ী করণসহ সাত দফা দাবিতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেছেন কর্মচারীরা।
খিলক্ষেতের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রোববার (১৩ আগস্ট) সকাল থেকে কর্মচারীদের বিক্ষোভ করতে দেখা যায়। রাতেও তাঁরা অবস্থান করছেন। কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনরত কর্মচারীরা সাত দফা দাবি পেশ করেছেন। তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সাত দফা দাবিগুলো হলো—সকল লাইন ক্রু’দের (চুক্তিভিত্তিক) স্থায়ী নিয়োগ করতে হবে। আন্দোলনকে কেন্দ্র করে কোনো লাইন-ক্রু-কে চাকরিচ্যুত করা যাবে না। কারও বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। যে সকল লাইন-ক্রু’গণ লাইনে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে (স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন) যোগ্যতা অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়মিত কর্মচারী পদে নিয়োগ প্রদান করতে হবে।
সকল লাইন-ক্রু’গণকে নিয়োগের তারিখ অনুযায়ী লাইনম্যান গ্রেড-০১, গ্রেড-০২, শিক্ষানবিশ, পদে পদমর্যাদা দিতে হবে। চাকরির বয়স অনুযায়ী মূল বেতন নির্ধারণ করতে হবে। সকল লাইন-ক্রু’কে চাকরির প্রবেশ-কাল হতে এরিয়া বোনাস, ঈদ বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা,৫% বেসিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ২৪ / ৭ জরুরি সেবার স্বার্থে বর্তমান ইনস্ট্রাকশনের পরিবর্তন করে অফিসের ধরন অনুযায়ী লাইনম্যান প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করতে হবে।
সকল অফিসের লোকবল বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে। শূন্য পদে নিয়মিত লোকবল নিয়োগের মাধ্যমে লোকবলের ঘাটতি পূরণ করতে হবে। দুর্ঘটনার সংখ্যা হ্রাস করার জন্য যুগোপযোগী প্রশিক্ষণ ও নিরাপত্তা যন্ত্র নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তাঁরা।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। অবস্থান কর্মসূচি থাকা কর্মচারীরা জানান, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এখানেই অবস্থান করবেন।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, পল্লী বিদ্যুতের কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ী করণসহ বিভিন্ন দাবিতে অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাঁদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর খিলক্ষেতে সকল লাইন ক্রু’দের চাকরি স্থায়ী করণসহ সাত দফা দাবিতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেছেন কর্মচারীরা।
খিলক্ষেতের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রোববার (১৩ আগস্ট) সকাল থেকে কর্মচারীদের বিক্ষোভ করতে দেখা যায়। রাতেও তাঁরা অবস্থান করছেন। কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনরত কর্মচারীরা সাত দফা দাবি পেশ করেছেন। তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সাত দফা দাবিগুলো হলো—সকল লাইন ক্রু’দের (চুক্তিভিত্তিক) স্থায়ী নিয়োগ করতে হবে। আন্দোলনকে কেন্দ্র করে কোনো লাইন-ক্রু-কে চাকরিচ্যুত করা যাবে না। কারও বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। যে সকল লাইন-ক্রু’গণ লাইনে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে (স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন) যোগ্যতা অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়মিত কর্মচারী পদে নিয়োগ প্রদান করতে হবে।
সকল লাইন-ক্রু’গণকে নিয়োগের তারিখ অনুযায়ী লাইনম্যান গ্রেড-০১, গ্রেড-০২, শিক্ষানবিশ, পদে পদমর্যাদা দিতে হবে। চাকরির বয়স অনুযায়ী মূল বেতন নির্ধারণ করতে হবে। সকল লাইন-ক্রু’কে চাকরির প্রবেশ-কাল হতে এরিয়া বোনাস, ঈদ বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা,৫% বেসিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ২৪ / ৭ জরুরি সেবার স্বার্থে বর্তমান ইনস্ট্রাকশনের পরিবর্তন করে অফিসের ধরন অনুযায়ী লাইনম্যান প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করতে হবে।
সকল অফিসের লোকবল বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে। শূন্য পদে নিয়মিত লোকবল নিয়োগের মাধ্যমে লোকবলের ঘাটতি পূরণ করতে হবে। দুর্ঘটনার সংখ্যা হ্রাস করার জন্য যুগোপযোগী প্রশিক্ষণ ও নিরাপত্তা যন্ত্র নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তাঁরা।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। অবস্থান কর্মসূচি থাকা কর্মচারীরা জানান, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এখানেই অবস্থান করবেন।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, পল্লী বিদ্যুতের কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ী করণসহ বিভিন্ন দাবিতে অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাঁদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে