ঢাবি ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের বিবেচনা না করার সুপারিশ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৫: ৩২
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৬: ৪৫
ঢাকা বিশ্ববিদ্যাল। ছবি: ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামে মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের বিবেচনা না করার সুপারিশ করেছে রিভিউ কমিটি। গতকাল মঙ্গলবার রাতে রিভিউ কমিটি প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। রিভিউ কমিটি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শুধু মুক্তিযোদ্ধার সন্তানদেরই বিবেচনা করার সুপারিশ করে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভা এবং ২৭ অক্টোবর একাডেমিক কাউন্সিল সভায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কোটাগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড কোটা, খেলোয়াড় কোটায় সংযোজন ও সংশোধনের জন্য রিভিউ কমিটি গঠন করা হয়।

রিভিউ কমিটির সভায় বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত রীতি অনুযায়ী যেকোনো নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মূল মেধাতালিকার ক্রমানুযায়ী শূন্য আসন পূরণ করার সুপারিশ করা হয় এবং সাধারণ ভর্তি কমিটির ২১ অক্টোবরের সভার আলোচ্যসূচি ৫–এর সিদ্ধান্তের আলোকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই সুপারিশগুলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর করা এবং তা কার্যকরকল্পে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত