বিশেষ প্রতিবেদক, ঢাকা
আর দশটা দিনের মতোই চিত্র দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরে। হুইসেল দিয়ে ট্রেন থামছে, নামার জন্য উদ্গ্রীব যাত্রীরা। লাল জামা পরে ছোটাছুটি কুলিদের। তবে পার্থক্য শুধু পুলিশ আর গোয়েন্দা (ডিবি) জ্যাকেট পরিহিত কয়েকটি দলের নজরদারিতে। সন্দেহ হলেই তাঁকে তল্লাশি করছেন ডিবি সদস্যরা।
আসছে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে গতকাল বুধবার থেকেই কড়াকড়ি শুরু হয়েছে কমলাপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি।
সিলেট থেকে আসা এক তরুণকে তল্লাশি করছিলেন ডিবি সদস্যরা। তাঁর চোখমুখে রাজ্যের বিরক্তি। সাংবাদিক দেখে বললেন, ‘কী একটা অবস্থা!’
রেলওয়ে ডিবির পরিদর্শক আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আমাদের নজরদারি বেড়েছে। ট্রেন আসার পরে আমাদের সদস্যরা সন্দেহভাজনদের চেক করছেন। এটা কয়েক দিন চলবে।’
ট্রেন থেকে নেমে তল্লাশীর মুখে পড়া ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘চেক করবে ভালো কথা, কিন্তু হয়রানি যেন না করে। এটাই চাওয়া।’
রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস বলেন, ‘আমাদের চারটি টিম ভাগ হয়ে কাজ করছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির অনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপি এক কর্মী নিহত হন। তারপর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
এদিকে গতকালের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোনো যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।
আর দশটা দিনের মতোই চিত্র দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরে। হুইসেল দিয়ে ট্রেন থামছে, নামার জন্য উদ্গ্রীব যাত্রীরা। লাল জামা পরে ছোটাছুটি কুলিদের। তবে পার্থক্য শুধু পুলিশ আর গোয়েন্দা (ডিবি) জ্যাকেট পরিহিত কয়েকটি দলের নজরদারিতে। সন্দেহ হলেই তাঁকে তল্লাশি করছেন ডিবি সদস্যরা।
আসছে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে গতকাল বুধবার থেকেই কড়াকড়ি শুরু হয়েছে কমলাপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি।
সিলেট থেকে আসা এক তরুণকে তল্লাশি করছিলেন ডিবি সদস্যরা। তাঁর চোখমুখে রাজ্যের বিরক্তি। সাংবাদিক দেখে বললেন, ‘কী একটা অবস্থা!’
রেলওয়ে ডিবির পরিদর্শক আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আমাদের নজরদারি বেড়েছে। ট্রেন আসার পরে আমাদের সদস্যরা সন্দেহভাজনদের চেক করছেন। এটা কয়েক দিন চলবে।’
ট্রেন থেকে নেমে তল্লাশীর মুখে পড়া ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘চেক করবে ভালো কথা, কিন্তু হয়রানি যেন না করে। এটাই চাওয়া।’
রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস বলেন, ‘আমাদের চারটি টিম ভাগ হয়ে কাজ করছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির অনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপি এক কর্মী নিহত হন। তারপর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
এদিকে গতকালের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোনো যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন...
৫ মিনিট আগে‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ’—এই স্লোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
১১ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
২৯ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে