Ajker Patrika

গাজীপুরে পোশাক কারখানায় এসি বিস্ফোরণে ২ যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পোশাক কারখানায় এসি বিস্ফোরণে ২ যুবকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বোরকান এলাকার এলিগ্যান্ট ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড কারখানায় এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় ওই কারখানার জেনারেটর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—সাগর ইসলাম (২২) ও সোহেল ইসলাম (২৩)। সাগর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি এলিগ্যান্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। আর সোহেল ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতেরা এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় কম্প্রেসরের আকস্মিক বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

আজিজুল হক আরও জানান, তবে এ ঘটনায় কেউ আহত হননি। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সাগর ও সোহেলের মরদেহ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁদের শরীর ও মুখমণ্ডল ঝলসে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত