Ajker Patrika

জি কে শামীমের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
জি কে শামীমের করোনা শনাক্ত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তার করোনা আক্রান্তের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও কারা হাসপাতালের একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারাগারে থাকা জি কে শামীমের কিছুদিন ধরে হালকা জ্বর ছিলো। পরে তাঁকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিলো। বুকের ব্যাথা ও শ্বাসকষ্ট হওয়ায় তাঁর ইসিজি করা হয়। ইসিজি রিপোর্টও কিছুটা খারাপ ছিলো। এরপর শনিবার তাঁকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে রোববার করোনা পজিটিভ আসে। বিএসএমএমইউ এর করোনা ইউনিটে এখন জিকে শামীম চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, জি কে শামীম করোনা পজিটিভ হওয়ার পর কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করে দেওয়া হয়। এছাড়া কারা হাসপাতালের একটি ওয়ার্ড লকডাউন করে দেওয়া হয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে ঢাকার নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‍্যাব)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত