সাংবাদিক অধরার বিরুদ্ধে রাজারবাগ পিরের মুরিদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ২২: ৩৪
আপডেট : ১১ জুলাই ২০২৩, ২২: ৪৮

রাজধানীর রাজারবাগ পিরের বিরুদ্ধে প্রতিবেদন করায় বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে চলতি বছরের ১৩ মে মামলাটি করেন শাকেরুল কবির নামে এক ব্যক্তি। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার আরটিভিতে চিঠি দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, রাজধানীর রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমান ও তাঁর সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারা দেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। 

রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমানের অন্যতম সহযোগী শাকেরুল কবির বাদী হয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৪,২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন। 

এ ব্যাপারে সাংবাদিক অধরা ইয়াসমিন বলেন, ‘দু’মাস আগে রাজারবাগ পির সিন্ডিকেটের অপকর্ম নিয়ে অপরাধবিষয়ক প্রতিবেদন করেছিলাম। সেই নিউজ নিয়ে খুব তোলপাড় হয়। রাজারবাগ দরবার শরিফের পক্ষ থেকে নিউজ সরানোর জন্য বলা হয়। হঠাৎ গতকাল রাজধানীর তেজগাঁও থানা থেকে আমাকে জানানো হয় আমার নামে একটা চিঠি আছে। সেই চিঠি হাতে পেয়ে বুঝতে পারলাম আমার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। মামলার কাগজ তোলার পর জানতে পারলাম, রাজারবাগ দরবার শরিফের মুরিদ, মামলাবাজ সিন্ডিকেটের মূল হোতা শাকেরুল কবির মামলাটি করেছেন।’ 

অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি ও তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতিসহ বেশ কিছু সংগঠন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত