নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পর রাজধানীর ফার্মগেট এলাকায় এক ট্রাফিক পুলিশ সদস্য খুন হয়েছেন। নিহতের নাম মো. মনিরুজ্জামান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
আজ শনিবার ভোরে ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে মনিরুজ্জামান খুন হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করেন। ট্রাফিক পুলিশ সদস্য নিহতের বিষয়টি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তিনি কীভাবে খুন হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীদের হাতে তিনি নিহত হয়েছেন।
আজিমুল হক জানান, ‘একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তাঁকে হত্যার কারণ এখনো জানা যায়নি। আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছেন। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।’
ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে আজ শনিবার ভোরে ঢাকায় ফিরেছেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুরে। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। এরপর তিনি পায়ে হেঁটে ফার্মগেটের দিকে আসছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি খুন হন।
তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে তারা।
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পর রাজধানীর ফার্মগেট এলাকায় এক ট্রাফিক পুলিশ সদস্য খুন হয়েছেন। নিহতের নাম মো. মনিরুজ্জামান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
আজ শনিবার ভোরে ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে মনিরুজ্জামান খুন হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করেন। ট্রাফিক পুলিশ সদস্য নিহতের বিষয়টি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তিনি কীভাবে খুন হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীদের হাতে তিনি নিহত হয়েছেন।
আজিমুল হক জানান, ‘একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তাঁকে হত্যার কারণ এখনো জানা যায়নি। আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছেন। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।’
ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে আজ শনিবার ভোরে ঢাকায় ফিরেছেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুরে। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। এরপর তিনি পায়ে হেঁটে ফার্মগেটের দিকে আসছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি খুন হন।
তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে তারা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে