Ajker Patrika

সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন হয়। 

এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা পানিতে নেমে প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে জলাবদ্ধতা সমস্যার সমাধান, নতুবা ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানান। 

ভুক্তভোগীরা আজকের পত্রিকাকে বলেন, ‘পিলকুনি থেকে ফতুল্লা রেলস্টেশন মুখী সড়কে সারা বছরই পানি থাকে। শীত মৌসুমেও এখানে বর্ষা মৌসুমের মতো পানি। এক ফোটা বৃষ্টি না হলেও সড়কে পানি জমে থাকে বছরের পর বছর। বর্ষাকালে রাস্তায় পানির কারণে কোন যানবাহন চলাচল করতে পারে না। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। অথচ স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও এমপিকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। 

ফতুল্লা সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে স্থানীয় মেম্বার হাসমত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের ডাবল লাইন কাজের কারণে খালের কিছু অংশ বন্ধ হয়ে পানি প্রবাহে সমস্যা হচ্ছে। ভারী ট্রাক চলায় ড্রেনগুলো ভেঙে গেছে। এই কারণে পানি সরছে না। কয়েকবার ড্রেন পরিষ্কার করে চেষ্টা করলেও পানি সরানো যায়নি। এ জন্য উপজেলা থেকে বড় বরাদ্দ এনে সংস্কার করা দরকার।’ 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক ও ড্রেন ভেঙে পড়ার কারণে রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। পানি সরিয়ে রাস্তা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত