রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়া নেওয়া অভিযোগে প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজেবল স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী আল মামুন সিদ্দিকী (৩৫) ও তাঁর ভাই কাজল মাহমুদ (৪৫)। তাঁরা একই এলাকার মৃত ফরিদ সরোয়ারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তাঁর ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে গতকাল বুধবার প্রতারণা মামলা দায়ের করেন একই প্রতিষ্ঠানের শিক্ষক রহিমা আক্তার। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বাঘার চর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী।
২০২০ সালের ১২ ডিসেম্বর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ওই স্কুলে রহিমা খাতুনকে নারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২২ সালের এপ্রিল মাসে আল মামুন সিদ্দিকী প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা বলে তিন লাখ টাকার চুক্তি করেন। সে সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। বাকি দুই লাখ টাকা ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের পরে নেবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন। কিন্তু ছয় মাসেও জাতীয়করণ না হওয়ায় রহিমা আক্তার আল মামুন সিদ্দিকীর কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে তাঁকেসহ তাঁর পরিবারের লোকজনকে গালাগালি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন ওই প্রধান শিক্ষক।
মামলায় আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ওই প্রধান শিক্ষক। পরে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আহম্মদ আলী মোল্লা স্মৃতি এতিম প্রতিবন্ধী বিদ্যালয় নামকরণ করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, প্রতারণা মামলায় বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর পাংশায় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়া নেওয়া অভিযোগে প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজেবল স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী আল মামুন সিদ্দিকী (৩৫) ও তাঁর ভাই কাজল মাহমুদ (৪৫)। তাঁরা একই এলাকার মৃত ফরিদ সরোয়ারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তাঁর ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে গতকাল বুধবার প্রতারণা মামলা দায়ের করেন একই প্রতিষ্ঠানের শিক্ষক রহিমা আক্তার। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বাঘার চর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী।
২০২০ সালের ১২ ডিসেম্বর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ওই স্কুলে রহিমা খাতুনকে নারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২২ সালের এপ্রিল মাসে আল মামুন সিদ্দিকী প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা বলে তিন লাখ টাকার চুক্তি করেন। সে সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। বাকি দুই লাখ টাকা ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের পরে নেবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন। কিন্তু ছয় মাসেও জাতীয়করণ না হওয়ায় রহিমা আক্তার আল মামুন সিদ্দিকীর কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে তাঁকেসহ তাঁর পরিবারের লোকজনকে গালাগালি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন ওই প্রধান শিক্ষক।
মামলায় আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ওই প্রধান শিক্ষক। পরে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আহম্মদ আলী মোল্লা স্মৃতি এতিম প্রতিবন্ধী বিদ্যালয় নামকরণ করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, প্রতারণা মামলায় বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
৩২ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে