রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করার অভিযোগ নিয়ে জানতে চাইলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. মোস্তাক আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন কমিটির সভাপতি সুহেরা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ গত ১ নভেম্বর দুই-তিনজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেন। এর পরদিন এ ঘটনাটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুহেরা আক্তারকে জানায় শিক্ষার্থীরা। এরপর ওই দিন সকালে সুহেরা আক্তার বিষয়টি জানতে চান মোস্তাক আহমেদের কাছে। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। এই ঘটনার পরে ওই দিন দুপুরে সহকারী শিক্ষক মোস্তাক আহমেদের পক্ষ নিয়ে সুহেরা আক্তারের বাড়ি গিয়ে তাঁকে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দেন স্থানীয় কয়েক জন।
এ নিয়ে জানতে চাইলে সুহেরা আক্তার বলেন, ‘ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। পরদিন জেনে সহকারী শিক্ষক মোস্তাক আহমেদের কাছে বিষয়টি জানতে চাই। তিনি তখন বিষয়টি এড়িয়ে যান। কিন্তু পরে তাঁর ইন্ধনেই স্থানীয় কয়েক জন এসে আমাকে ভয়ভীতি দেখান ও হত্যার হুমকি দেন। এর মধ্যে আমার শাশুড়ি মারা যাওয়ায় কারণে অভিযোগ দিতে দেরি হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। সে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. মোস্তাক আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করার অভিযোগ নিয়ে জানতে চাইলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. মোস্তাক আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন কমিটির সভাপতি সুহেরা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ গত ১ নভেম্বর দুই-তিনজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেন। এর পরদিন এ ঘটনাটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুহেরা আক্তারকে জানায় শিক্ষার্থীরা। এরপর ওই দিন সকালে সুহেরা আক্তার বিষয়টি জানতে চান মোস্তাক আহমেদের কাছে। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। এই ঘটনার পরে ওই দিন দুপুরে সহকারী শিক্ষক মোস্তাক আহমেদের পক্ষ নিয়ে সুহেরা আক্তারের বাড়ি গিয়ে তাঁকে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দেন স্থানীয় কয়েক জন।
এ নিয়ে জানতে চাইলে সুহেরা আক্তার বলেন, ‘ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। পরদিন জেনে সহকারী শিক্ষক মোস্তাক আহমেদের কাছে বিষয়টি জানতে চাই। তিনি তখন বিষয়টি এড়িয়ে যান। কিন্তু পরে তাঁর ইন্ধনেই স্থানীয় কয়েক জন এসে আমাকে ভয়ভীতি দেখান ও হত্যার হুমকি দেন। এর মধ্যে আমার শাশুড়ি মারা যাওয়ায় কারণে অভিযোগ দিতে দেরি হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। সে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. মোস্তাক আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা ব
১ মিনিট আগেপ্রকাশ্যে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—মূলত এই তিন কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। হামলাকালে তিনজন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেননি। তাঁদের কুপ
৯ মিনিট আগেচাঁদপুর জেলার ৮ উপজেলায় ৯১ ইটভাটার মধ্যে ৪১ ভাটাই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। একই দিন ফরিদগঞ্জ উপজেলার তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেসাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে