Ajker Patrika

আল্লাহ চেয়েছেন বলেই আমি মেয়র হয়েছি: আইভী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আল্লাহ চেয়েছেন বলেই আমি মেয়র হয়েছি: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মহান আল্লাহ তা’আলা চেয়েছেন বলেই আমি মেয়র নির্বাচিত হয়েছি। তিনি না চাইলে আপনারা যতই আমাকে ভোট দেন না কেন আমি টানা তিনবার মেয়র হতে পারতাম না। নেতৃত্ব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।’

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে আইভী এ কথা বলেন।

মেয়র আইভী বলেন, ‘এতদিন অনেকেই আমাকে একটা দলের লোক বলত। কিন্তু আজ এই প্রোগ্রামে এসে বুঝলাম আমি সবার লোক। আমার বাবা আলী আহমেদ চুনকা ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। জোহা কাকার (শামীম ওসমানের বাবা) সঙ্গে আমার বাবার অনেক ভালো সম্পর্ক ছিল। নারায়ণগঞ্জের আওয়ামী লীগে আমার বাবার অবদানের কথা আপনারা বলেছেন। কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী আমার বাবার অবদানের কথা স্বীকার করতে চায় না।’

মেয়র আরও বলেন, ‘সিটি করপোরেশনে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই আপনারা শুধু জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন। অন্য কারও কাছে না।’

এ সময় এলাকার লোকদের দাবিদাওয়ার বিষয়ে নাসিক মেয়র বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন কাকা খেলার মাঠের অভাবের কথা বললেন। সিদ্ধিরগঞ্জে সরকারি খাস জায়গার অনেক অভাব রয়েছে, তাই খেলার মাঠ বানাতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ওয়ার্ডে বেশি করে খেলার মাঠ তৈরি করার। সে জন্য আপনাদেরও সহযোগিতা চাই।’

নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দীন মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১, ২, ৩নং সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত